Photo Credits: ANI

ঋণের চাপ থেকে মধ্যবিত্ত নাগরিকদের রেহাই দিতে সক্রিয়তা বজায় রাখল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক।গত ৬-ই আগস্ট মূদ্রা নীতি কমিটি তিনদিনের বৈঠকে বসে, তাঁর সমাপ্তিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর গভর্নর শক্তিকান্ত দাস আজ দ্বিমাসিক মুদ্রা নীতি ঘোষণা করেন।  ২০২৩ এর ফেব্রুয়ারি থেকে আটবার তাঁদের রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছিল,সেই ধারা বজায় রেখে এবারও রেপো রেট অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থাৎ আগের মতো রেপো রেট ৬.৫ শতাংশই থাকছে। লোকসভা ভোটের আগে বদল হয়নি রিভার্স রেপো রেট এবারও তা একই থাকল।

এছাড়াও ইউপিআই-এর মাধ্যমে কর প্রদানের ঊর্ধ্বসীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। গত ডিসেম্বর মাসেই ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক স্বাস্থ্য এবং পড়াশোনা খাতে ইউপিআই ব্যবহার করার জন্য টাকা লেনদেনের ঊর্ধ্বসীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছিল। এবার কর প্রদানের ক্ষেত্রেও সেই ধারা বজায় রাখল তাঁরা।