পুণেতে ফের হিট অ্যান্ড রানের ঘটনা। পোর্শে কাণ্ড নিয়ে বিতর্ক এখনও থামেনি। তারই মধ্যে এবার মার্সিডিজ কাণ্ড। মঙ্গলবার দুপুরে পুণের ইয়েরওয়াদা গল্ফ কোর্স অঞ্চলে এক বাইক আরোহিকে সজোরে এসে পিষে দিয়ে পালিয়ে গেল দামি মার্সিডিজ গাড়ি। দুর্ঘটনা মৃত্যু হওয়া ৪১ বছরের বাইক চালক একটি ক্যুরিয়ার ডেলিভারি সংস্থার কাজে যাচ্ছিলেন। মৃতের নাম কেদার মোহন যাদব। অভিনয় ছেড়ে যিনি ক'মাস আগে ক্যুরিয়ার ডেলিভারির কাজে নামেন। ঘাতক মার্সিজিজ বেঞ্জের চালকের নাম নান্দু অর্জুন ডাভলে। চালককে গ্রেফতার করেছে পুণে পুলিশ।
পুণে পুলিশ সূত্র পাওয়া খবর থেকে জানা গিয়েছে, ক্যুরিয়ার ডেলিভারি করা কেদার মোহন যাদব নামের এক ব্যক্তি কোনও কারণে তাঁর বাইক থেকে পড়ে গেলে, পিছনে থেকে আসা একটি মার্সিডিজ গাড়ি সজোরে এসে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিতসার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আরও পড়ুন-প্রেমিকের সঙ্গে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে অতলে তলিয়ে গেলেন তরুণী, দেখুন সেই ভিডিয়ো
দেখুন ভিডিয়ো
PUNE | पुण्यातील पोर्शे अपघात प्रकरणानंतर, मंगळवारी शहरातील गोल्फ कोर्स परिसरात मर्सिडीज कारने दुचाकीस्वाराला चिरडल्याची घटना उघडकीस आली. या भीषण अपघातात दुचाकीस्वाराचा मृत्यू झाला. या अपघातात गंभीर जखमी झालेल्या पीडितेला तातडीने रुग्णालयात दाखल करण्यात आले. मात्र, उपचार सुरू… pic.twitter.com/URqPnF67Au
— ℝ𝕒𝕛 𝕄𝕒𝕛𝕚 (@Rajmajiofficial) June 18, 2024
তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত মোহন যাদব অভিনয়ের খুব শখ ছিল। বেশ কয়েক বছর অভিনেতা হিসেবে মরিয়া চেষ্টা করে সফলতা না পাওয়ায় তিনি মাস চারেক আগে ক্যুরিয়ার সংস্থায় ডেলিভারি বয়ের কাজ করেন। পুণের এক থিয়েটার হলে তিনি ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করে অনেকের প্রশংসা পেয়েছিলেন। কিন্তু তারপরেও অভিনেতা হিসেবে সুযোগ না পেয়ে, ক্যুরিয়ার ডেলিভারির কাজ নিতে বাধ্য হন। আর তারপর সেই কাজে গিয়েই নেমে এল মর্মান্তিক মৃত্যু।