Mamata Banerjee Worshiped At Puri's Temple: 'দিল্লির জন্য হৃদয়টা খুব কাঁদছিল, প্রার্থনা করলাম', পুরীর মন্দিরে পুজো দিয়ে বললেন মমতা ব্যানার্জি
পুরীর মন্দিরে পুজো দিলেন মমতা ব্যানার্জি (Photo: Facebook)

পুরী, ২৬ ফেব্রুয়ারি: বছর তিনেক আগে পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple, Puri) পুজো দিতে এসে বাধার মুখে পড়েছিলেন। বুধবার সেই মন্দিরেই পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। দিল্লির ভাই-বোনদের জন্য প্রার্থনাও করলেন। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে ভুবনেশ্বরে গিয়েছেন মমতা ব্যানার্জি। তার আগে বুধবার পুরীর মন্দিরে পুজো দিলেন।

পুজো দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী দিল্লির হিংসা নিয়ে উদ্বেগপ্রকাশ করে সাংবাদিকদের বলেন,''মানুষে মানুষে ভেদাভেদ নয়, বিভেদ নয়। সব মানুষ শান্তিতে থাকুন। দিল্লিতে যা হচ্ছে, আমার হৃদয়টা আজ খুব কাঁদছিল। আমি এসেছি শান্তির জন্য। আমার সব ভাই-বোনেরা যাতে ভালো থাকে, তাঁদের জন্য প্রার্থনা করার জন্য এসেছি।'' আরও পড়ুন: NSA Ajit Doval Meets Locals In Violence Hit Delhi: 'ইনশাআল্লাহ এখানে শান্তি বিরাজ করবে', দিল্লিতে হিংসা কবলিত এলাকাগুলির বাসিন্দাদের বললেন অজিত দোভাল

মঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বর পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের ৫টি রাজ্যের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। সেই বৈঠকে থাকবেন তিনি। অমিতের সঙ্গে তাঁর আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। গতকাল, মঙ্গলবার দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "যা চলছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কেন চলছে আমি জানি না। আমরা নজর রাখছি। আমি মনে করি, সবার শান্তি বজায় রাখা দরকার। আমাদের দেশ শান্তির দেশ। মানবতার দেশ। সবাইকে নিয়ে চলার দেশ। ধর্মনিরপেক্ষ দেশ। এখানে হিংসার কোনও স্থান নেই।"