LOK SABHA ELECTIONS 2019:ইউপিএ–৩ সরকার হবে দেশে, খুরশিদের বক্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে
দাদার মনোনয়ন পত্র জমার দিন। সঙ্গে বোন প্রিয়াঙ্কা। ( (Photo Credits: ANI)

৭মে,২০১৯: বিজেপি(BJP) না ইউপিএ(UPA)। কে সরকার গড়বে এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। কোথাও বিজেপি পাল্লা ভারী তো কোথাও কংগ্রেসে। এবার আবার প্রাদেশিক দলগুলি গুরুত্ব একটু বেশিই দেখা দিয়েছে। মহাজোটের হিড়িকে তৃণমূল কংগ্রেস, সপা, বসপা, টিআরএস, জেডিএস(JDS), ডিএমকে (DMK)এঁদের গুরুত্ব বেড়েছে। কিন্তু কার ভাগ্যে ছিঁকে ছিড়বে তা এখনও বিশ বাঁও জলে। রাজনৈতিক বিশেষজ্ঞরাও এই নিয়ে দ্বিধাবিভক্ত। কেউ বলছেন ফের সরকার গড়বে বিজেপি বা এনডিএ। আবার কারোর দাবি মহাজোটের ভাগ্যেই ছিঁকে ছিঁড়বে। অনেকে আবার বলছে না এবার এনডিএ–৩ সরকার হবে।

এই তর্ক বিতর্কের মাঝে ইউপিএ–৩ এর পাল্লা একটু বেশিই ভারী। প্রবীণ নেতা সলমন খুরশিদ (Salman Khurshid)দাবি করেছেন এবার ইউপিএ–৩ সরকার গড়বে দেশে। শুধু সরকার গড়াই নয় কংগ্রেসের ফলাফল নাকি এবার চমকপ্রদ হবে। যা আগে কখনও হয়নি। উত্তর প্রদেশের(Uttar Pradesh) ভোট ব্যাঙ্ক নাকি সেদিকেই ইঙ্গিত করছে।

বরাবরই গোবলয়ের ভোটই দেশের সরকার গঠনের নির্নায়ক হয়ে থাকে। আর এই গোবলয়ের মধ্যে উত্তর প্রদেশই হচ্ছে প্রধান। খুরশিদের এমন দাবি সহজে উড়িয়ে দেওয়া যায় না। কারণ কংগ্রেসে (Congress)সক্রিয়ভাবে থাকার সময় পর পর দুবার উত্তর প্রদেশের দায়িত্বে ছিলেন তিনি। সেই খুরশিদই এবার দাবি করেছেন ২০০৯ সালের থেকেও এবার উত্তর প্রদেশে ভাল ফল করবে কংগ্রেস। কিন্তু দেশের অন্যান্য রাজ্যেও কী কংগ্রেস এতোটা ভাল ফল করবে। এই প্রশ্নের উত্তরে প্রবীণ নেতা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন নিশ্চই।

খুরশিদের এই দাবিকে সামনে রেখেই রাজনীতিবিদরা মনে করছেন, প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে যোগদান উত্তর প্রদেশে বিজেপিকে বড় ধাক্কা দিয়েছে তাতে কোনও সন্দেহ নেই। এবার যদি বারাণসীতে মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে(Priyanka Gandhi) তুরুপের তাস করে সিন্ধিয়ারা তাহলে বিজেপির পক্ষে জেতা কঠিন হবে। এমনিতেও একাধিক কাজ নিয়ে যোগীর বিরুদ্ধে একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছে উত্তর প্রদেশে। তার উপর সপা–বসপার জোট ভয়ঙ্কর পরিমাণে ভোট কাটবে বিজেপির। দুয়ের জেরে কংগ্রেসের ভাঁড়ার পূর্ণ হবে অনায়াসেই। আর দক্ষিণভারতের ওয়ানাড় থেকে রাহুলের প্রার্থী হওয়ার জেরে বিজেপি খুব একটা সুবিধা করতে পারছে না সেখানে। এমনিতেই দক্ষিণ ভারতে বিজেপির সংগঠন তেমন শক্তিশালী নয়। প্রাদেশিক দলগুলির সঙ্গেও বিবাদ রয়েছে। বাকি থাকল মধ্য ভারত এবং উত্তর–পূর্ব। এনআরসির কোপে