(Photo Credits: Twitter)

কলকাতা: ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) জন্য ইতিমধ্যেই সারা দেশে চর্চার মধ্যে রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress Leader Rahul Gandhi)। বিভিন্ন ক্ষেত্রের মানুষ তাঁর এই যাত্রায় অংশ নিয়ে খবরের শিরোনামে এসেছেন। যা প্রশংসাও কুড়িয়েছে নেটিজেনদের। এবার ঠিক তার উলটো ঘটনা ঘটল।

সম্প্রতি কংগ্রেসের টুইটার পেজ থেকে ভারত জোড়ো যাত্রার একটি ছবি পোস্ট করা হয়। তাতে দেখা যায় টিশার্ট পরিহিত রাহুল গান্ধীর হাত ধরে একটি পৈতে (Janeu) পরা নাবালক (Minor boy) খালি গায়ে শুধু একটি ধুতি পড়ে ওই যাত্রায় হাঁটছে। ছবিটি ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। ৪ ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রায় একটি বাচ্ছা ছেলেকে কীভাবে খালি গায়ে রাহুল গান্ধী নিজেদের পাবলিসিটির জন্য ভুলভাবে পৈতে (wearing Janeu in wrong side) পরিয়ে হাঁটাচ্ছেন। তা নিয়ে প্রশ্ন তুলতে আরম্ভ করেন নেটিজেনরা, কটাক্ষও করেছেন (Trolled)। কেউ কেউ আবার শিশুকল্যাণ মন্ত্রক ও নির্বাচন কমিশনকে বিষয়টি দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।