মুম্বই: পোলান্ডের (Poland) এক মহিলাকে (Woman) একাধিকবার ধর্ষণ (rape) করার পাশাপাশি সেই সময়ের ছবি (Photos) তুলে রেখে ব্ল্যাকমেলিংয়ের (blackmail) অভিযোগ উঠল মুম্বইয়ে (Mumbai)। এই ঘটনায় অভিযুক্ত মনীশ গান্ধীর নামে মুম্বইয়ের আম্বোলি পুলিশ স্টেশনে (Amboli police station) একটি মামলা দায়ের হয়েছে। তার ভিত্তিতে ওই ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Mumbai: Foreign woman raped, case registered against the accused Manish Gandhi in Mumbai’s Amboli station, police searching for the accused. Case registered under sections of IPC. The victim is a resident of Poland: Mumbai Police
— ANI (@ANI) March 11, 2023
মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, পোলান্ডের বাসিন্দা ওই মহিলাকে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। পাশাপাশি সেই ঘটনার ছবি তুলে তাঁকে ব্ল্যাকমেলিংও করত। যদি ওই বিদেশিনী তাঁকে ধর্ষণের কথা কাউকে বলে দেন তাহলে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral on social media) করে দেওয়ারও হুমকি দিত।
Accused Manish Gandhi raped the woman several times between 2016 & 2022. The accused used to blackmail the woman by taking obscene photos of her, on the basis of that he used to intimidate the woman and threatened to make it viral on social media: Mumbai Police
— ANI (@ANI) March 11, 2023