ফাইল ফটো (Photo Credit: Twitter@ANI)

নয়াদিল্লি: ফের একবার নারীশক্তির উন্নয়নের পক্ষে সওয়াল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian PM Narendra Modi)। বুধবার গুজরাটের (Gujarat) গান্ধীনগরে (Gandhinagar) চলা নারী উন্নয়ন (Women empowerment) বিষয়ক তিন দিনের জি ২০ মিনিস্টিরিয়াল কনফারেন্সে (G20 Ministerial Conference) দেওয়া ভিডিয়ো বার্তায় এই বিষয়ে মন্তব্য করেন তিনি।

নারীশক্তির অগ্রগতি সবাইকে এগিয়ে যেতে সাহায্য করবে দাবি করে নরেন্দ্র মোদি বলেন, "যখন নারীদের উন্নতি হয় তখন উন্নত হয়ে ওঠে গোটা পৃথিবী (When women prosper, world prospers)। তাঁদের অর্থনৈতিক উন্নয়ন হলে বৃদ্ধি তাড়াতাড়ি হয় আর তাঁরা শিক্ষিত হয়ে উঠলে অগ্রগতি হয় বিশ্বের। তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা উদাহরণ তৈরি করে। আর তাঁদের কন্ঠ অনুপ্রাণিত করে ইতিবাচক পরিবর্তনকে। নারীদের উন্নত করার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে মহিলাদের নেতৃত্বাধীন উন্নয়নের প্রস্তাব গ্রহণ করা। বর্তমান ভারত এই বিষয়ে নতুন নতুন পথ বের করছে।"

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এই বিষয়ে নিজেই একটি অনুপ্রেরণামূলক উদাহরণ তৈরি করেছেন। তিনি উপজাতি সম্প্রদায় থেকে উঠে এসেছেন। কিন্তু, এখন তিনি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে নেতৃত্ব দিচ্ছেন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।"

ভারতীয় গণতন্ত্রে মহিলাদের যোগদান সম্পর্কে বলতে গিয়ে মোদি বলেন, "নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিরা অর্থনৈতিক, পরিবেশ ও সামাজিক পরিবর্তনের মূল কাণ্ডারি। ১৪০ কোটির দেশ ভারতে গ্রামীণ প্রশাসন মহিলা জনপ্রতিনিধি রয়েছেন ৪৬ শতাংশ।" আরও পড়ুন: SC On VHP-Bajrang Dal Rallies: 'কোনও ঘৃণ্য ভাষণ আর অশান্তি যেন না হয়', বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের মিছিল নিয়ে সুপ্রিম নির্দেশ