নরেন্দ্র মোদী (Photo Credits: ANI/File)

নতুন দিল্লি, ৩১ মে: দেশজুড়ে জারি হয়ে গেছে পঞ্চম দফার লকডাউন (Lockdown 5.0)। করোনা সঙ্কটে অর্থনীতি চাঙ্গা করতে শিথিল করা হয়েছে লকডাউন, যার নাম আনলক-১। আজ 'মন কি বাত'-র ৬৫তম অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দেন। লকডাউনে বিপর্যস্ত মানুষদের কথা তুলে তিনি বলেন-"এখন আরও বেশি সতর্ক থাকতে হবে। করোনা পরিস্থিতিতে ভারতের দিকে তাকিয়ে বিশ্ব। গরিব শ্রমিকদের ওপর সবচেয়ে বড় প্রভাব পড়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্য দেশের তুলনায় ভারতের মৃত্যুর হার কম।"

আত্মনির্ভর ভারতের জয় জয়কার করে বলেন-"দেশীয় দ্রব্যের ব্যবহার বেড়ে গেছে। স্থানীয় স্তরে বাড়ছে উৎপাদিত দ্রব্যের ব্যবহার। আত্মনির্ভর ভারত সাড়া ফেলে দিয়েছে।" যোগ, আয়ুর্বেদ নিয়ে আগ্রহী অন্যান্য দেশ। পাশাপাশি করোনার মোকাবিলায় আয়ুর্বেদের ব্যবহার অপরিহার্য বলে জানান। তাই সকলকে যোগার মাধ্যমে শারীরিক চর্চা করার নির্দেশ দেন। ৩ মিনিটের ভিডিও পাঠিয়ে জনগণকে যোগা প্রতিযোগিতার অংশগ্রহণ করতে বলেন। আরও পড়ুন, জারি হল পঞ্চম দফার লকডাউন; আজ 'মন কি বাত'-র ৬৫তম অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদি

পূর্ব ভারতে উন্নয়নে জোর দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সঙ্কটকালে উদ্ভাবনী শক্তির পরিচয় দেশবাসীর। পশ্চিমবঙ্গ (West Bengal) ও ওড়িশা (Odisha) আম্ফানে (Amphan) ক্ষতিগ্রস্ত, চাষের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিপর্যয় মোকাবিলায় অনেকেই সেবায় সামিল হয়েছে। সাহসের সঙ্গে ২ রাজ্যের মানুষ মোকাবিলা করেছে। গোটা দেশ তাদের পাশে রয়েছে। যেভাবে পরিস্থিতি সামলানো হয়েছে তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। উত্তর ভারতে আসা 'পঙ্গপাল' ফসলের বিপুল ক্ষতি করছে। পরিবেশ দূষণ দূর করে স্বচ্ছ পরিবেশ গড়ে তোলার বার্তাও দেন তিনি।