নয়াদিল্লি: বিশ্বজুড়ে বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্টের প্রকোপ। ভারতে এখনও এর মারাত্মক প্রভাব পরিলক্ষিত না হলেও সুরক্ষায় কোনও খামতি রাখতে চাইছে না কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য উচ্চ পর্যায়ের বৈঠকে (High level meeting) বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime minsiter Narendra Modi)।
স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য পরিকাঠামো ও করোনার নয়া ভ্যারিয়েন্ট থেকে দেশবাসীকে রক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখেন। আধিকারিকদের এই বিষয়ে তীক্ষ্ণ নজরদারি করার বিষয়ে নির্দেশ দেন।
এপ্রসঙ্গে বলেন, "কোভিড এখনও পুরোপুরি নির্মূল হয়নি। তাই এই বিষয়ে নজরদারি চালিয়ে যেতে হবে। বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে লক্ষ্য রাখতে হবে।"
বৃহস্পতিবারের বৈঠকে বিশ্বজুড়ে যেভাবে করোনার প্রকোপ বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তাই ভারত কীভাবে এর প্রকোপ বাঁচার জন্য নিজেদের স্বাস্থয পরিকাঠামো ও লজিস্টিকস সাজিয়ে দেখা হয়। দেশজুড়ে ভ্যাকসিনের নেওয়ার বিষয়ে সচেতনতা যাতে আরও বাড়ানোর দিকে নজর দেওয়া হয় তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন: India Travel Rules: বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের
রাজ্যগুলিকে পরামর্শ দেন কোভিড সংক্রান্ত অডিটের বিষয়ে নজরদারির জন্য। সেখানকার হাসপাতালের পরিকাঠামো। অক্সিজেন সিলিন্ডার মজুদের পরিমাণ, পিএসএ প্ল্যান্ট, ভেন্টিলেটার ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা প্রয়োজন অনুযায়ী আছে কিনা সেদিকে খেয়াল রাখতে বলেন। আরও পড়ুন: Nasal Vaccine: স্বস্তি, সামনের সপ্তাহ থেকেই সূচের যন্ত্রণার বদলে নাক দিয়ে নিতে পারবেন ভ্যাকসিন
আসন্ন উৎসবের মরসুমে দেশবাসীকে মাস্ক ব্যবহারেরও পরামর্শ দেন তিনি। ভিড় জায়গায় লক্ষ্য রাখতে বলে শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে।
Chaired a meeting to review the public health response to COVID-19. Stressed on ramping up testing, genome sequencing and to ensure operational readiness of COVID infrastructure. Also emphasised on the need to follow COVID appropriate behaviour. https://t.co/RJpUT9XLiq
— Narendra Modi (@narendramodi) December 22, 2022