একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ঠিকই, কিন্তু তৃতীয়বারের জন্য সরকার তৈরি করতে চলেছে এনডিএ। আর এই সাফল্যের জন্য বিশ্বব্যাপী রাষ্ট্রনেতারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) শুভেচ্ছা জানিয়েছেন। এমনকী পড়শি রাষ্ট্র বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনাও (Sheikh Hasina) এক্স হ্যাণ্ডেলের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে আগামীদিনে দুই দেশ একসঙ্গে উন্নয়নমূলক কাজ একসঙ্গে করার ইচ্ছাপ্রকাশ করেছেন হাসিনা। অপরপ্রান্তে প্রধানমন্ত্রী মোদীও এই সিদ্ধান্তের ওপর সিলমোহর বসিয়েছেন বলে জানা যাচ্ছে।
বিকশিত ভারত ২০৪৭ এবং স্মার্ট বাংলাদেশ ২০৪১ এই দুই প্রকল্প নিয়ে যথেষ্ট আশাবাদী দুই দেশের প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এই দুটি বিষয়ই একসঙ্গে করতে চান মোদী ও হাসিনা। আর সেইজন্য এদিন ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে তিনি বলেন, আগামীদিনে ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে থাকতে চায় বাংলাদেশ। একসঙ্গে কাজ করে দুই দেশকে এগিয়ে নিয়ে হবে। দুই দেশের মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করতে হবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান থাকতে হবে। শান্তি বজায় রেখে আগামীদিনে দুই দেশকে এগিয়ে যেতে হবে।
PM Modi, Sheikh Hasina vow to continue working together to achieve Viksit Bharat 2047, Smart Bangladesh 2041
Read @ANI Story | https://t.co/uZDXcanU0B#PMModi #SheikhHasina #Bangladesh #India #LokSabha2024 pic.twitter.com/c21kDHMn1E
— ANI Digital (@ani_digital) June 6, 2024
অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে আমি কৃতজ্ঞ। দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আর সেটাকে আরও অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। বিগত কয়েক দশকে একসঙ্গে কাজ করে এসেছি। আগামীদিনে দুই দেশের মানুষের কথা মাথায় রয়েছে আরও উন্নয়নমূলক কাজ করতে হবে।