নতুন দিল্লি, ১১ জুন: ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (ICC)-র ৯৫ তম বার্ষিক সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই সভা হচ্ছে কলকাতায়। ভিডিয়ো কনফারেন্সে বক্তব্য রাখছন মোদি। বক্তব্য রাখতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Gurudev Rabindranath Tagore) 'নতুন যুগের ভোর' কবিতার উদ্ধৃতি তুলে ধরেন মোদি। কবিগুরু লিখেছেন, "চলায় চলায় বাজবে জয়ের ভেরী--পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি।" এই কবিতার লাইন বলে প্রধানমন্ত্রী বলেন, "অর্থাৎ প্রতিটি পদক্ষেপ এগিয়ে ঘোষণা করা হবে। চলমান পা একটি নতুন পথ তৈরি করবে। তাই এখন আর দেরি নয়।"

মোদি বলেন, "আমাদের উত্পাদন খাতে বাংলার ঐতিহাসিক উৎকর্ষকে পুনরুজ্জীবিত করতে হবে। আমরা সর্বদা শুনেছি "আজ বাংলা যা ভাবে, ভারত আগামীকাল তা ভাবে। আমাদের এটা থেকে অনুপ্রেরণা নিতে হবে এবং একসঙ্গে এগিয়ে যেতে হবে।" আরও পড়ুন: Taminadu: খাবার ভেবে জিলেটিন স্টিকে কামড়, মুখের মধ্যে বিস্ফোরণে মৃত্যু শিশুর

তিনি আরও বলেন, এই সভা এমন একটা সময় হচ্ছে, যখন দেশ একাধিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা তো রয়েছেই, তার সঙ্গে পঙ্গপাল, অসমে তৈলক্ষেত্রে আগুন, কিছু এলাকায় ভূমিকম্পের মতো সমস্যা রয়েছে।’’ তবে এই সব সমস্যার সঙ্গে দেশবাসী এক হয়ে লড়ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।