গুয়াহাটি, ৩ এপ্রিল: আগে বিজেপি কর্মীর চিকিৎসা করুন। অসমের বক্সার তামুলপুরে বক্তব্য থামিয়ে বিজেপি (BJP) কর্মীর চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করেন মোদী। মোদীর নির্দেশ পাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর দফতরের তরফে (PMO) একটি টিম পাঠানো হয়। পিএমও-র পাঠানো ওই মেডিকেল টিমই এরপর বিজেপি কর্মী হরিচরণ দাসের চিকিৎসা করায়।
অসমের (Assam) তামুলপুরে নির্বাচনী জনসভা শুরু হলে, গরমে আচমকাই অসুস্থ হয়ে পড়েন হরিচরণ দাস নামে বিজেপির এক কর্মী। যা প্রধানমন্ত্রীর (PM Modi) নজর এড়ায়নি। অজ্ঞান হয়ে যাওয়া বিজেপি কর্মীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দফতরের তরফে ৪ জনের চিকিৎসকদের (Doctor) একটি দল হরিচরণের কাছে পৌঁছে যায়। ওই মেডিকেল টিমের তরফেই হরিচরণ দাসের চিকিৎসা করা হয়।
আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : "তোমরা যত মারবে, মানুষ তত জাগবে", তৃণমূলকে আক্রমণ রুদ্রর
Pausing in the middle of his speech at Tamulpur in Assam, PM @narendramodi promptly directed the team of PMO doctors to give immediate assistance to an old-aged person, Shri Hari Charan Das, in the rally who was apparently dehydrated.
He has been attended to and is stable now. pic.twitter.com/iuCMCy9LqF
— BJP (@BJP4India) April 3, 2021
ওই ঘটনা প্রকাশ্যে আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। নিজের বক্তব্য থামিয়ে মোদী যেভাবে অসুস্থ বিজেপি কর্মীর পাশে এসে দাঁড়ান, তাঁর চিকিৎসা করান, তাতে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেট জনতার একাংশ।