নতুন দিল্লি, ২৮ মার্চ: সপ্তাহের শুরুতে ফের বাড়ল জ্বালানি তেলের দাম (Petrol and Diesel Price Hike)। সোমবার লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ৩০ পয়সা। আর ডিজেলের ৩৫ পয়সা। রাজধানীতে যেখানে ৯৯ টাকা ১১ পয়সায় মিলছিল ১ লিটার পেট্রোল। সোমবার সকালে সেখানে ৯৯ টাকা ৪১ পয়সা খরচ করলে পাওয়া যাচ্ছে ১ লিটার পেট্রোল। রবিবার পর্যন্ত দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৯০ টাকা ৪২ পয়সা। আজ থেকে তাই হয়ে গেল ৯০ টাকা ৭৭ পয়সা। স্থানীয় করের উপরে ভিত্তি করে জ্বালানি তেলের মূল্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। আরও পড়ুন-India-Pakistan Dialogue: গোলাগুলি বন্ধ হলেই একমাত্র পাকিস্তানের সঙ্গে আলোচনা সম্ভব, জিতেন্দ্র সিং
উল্লেখ্য, সাড়ে চারমাসের দীর্ঘ বিরতির পর এনিয়ে ষষ্ঠতম বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের মতো রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের আগে গত ৪ নভেম্বর থেকে দাম বৃদ্ধি থমকে যায়। সেই সময়কালে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৩০ মার্কিন ডলার বেড়ে গিয়েছিল। ১০ মার্চ ভোটের ফলা প্রকাশের পরেই বেশ বোঝা গিয়েছিল। ফের জ্বালানি তেলের দাম বাড়তে চলেছে।