Amit Shah On Operation Mahadev (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৯ জুলাই: অপারেশন মহদেবে (Operation Mahadev) খতম করা হয়েছে পহেলগামের (Pahalgam Terrorists) সন্ত্রাসীদের। ২৮ জুলাই যে অপারেশন মহাদেব চলে, সেখানেই খতম করা হয় লস্করের ৩ জঙ্গিকে। যারা গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে (Baisaran) পরপর ২৬ জন পর্যটককে হত্যা করে। পহেলগামের যে জঙ্গিদের খতম করা হয়েছে, তাদের আস্তানা থেকে চকোলেটের কাগজ, ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া ভোটার আইডি কার্ড পাকিস্তানের (Pakistan) বলে জানা যাচ্ছে। নিহত জঙ্গিদের কাছ থেকে যে তথ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে, তা থেকে প্রমাণিত ওই ৩ জন পাকিস্তানের। এমন তথ্যও লোকসভায় প্রকাশ করেন অমিত শাহ। অর্থাৎ পহেলগামের হামলাকারীরা প্রত্যেকে পাকিস্তানের নাগরিক বলে প্রমাণিত হয়েছে। সংসদে এমনও জানিয়ে দেন কেন্দ্রীয় ,স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: Pahalgam Terrorists Killed In Operation Mahadev: অপারেশন মহাদেব-এ খতম পহেলগামের হামলাকারীরা, এনকাউন্টারের পরদিন সংসদে বড় ঘোষণা শাহর

এসবের পাশাপাশি কংগ্রেস নেতা চিদম্বরমকে একহাত নেন অমিত শাহ. তিনি বলেন, ২৮ জুালইয়ের অধিবেশনে বিরোধীরা জিজ্ঞেস করছিলেন, পহেলগামের হামলাকারীরা কোথাকার। সেই সঙ্গে পহেবগামের ঘটনায় কারা দায়ি বলেও প্রশ্ন করেন তাঁরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  সরকারে তাঁরা রয়েছেন। ফলে এটি তাঁদের দায়িত্ব বিরোধীদের এসব বিষয়ে অবগত করার। তবে গতকাল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম প্রশ্ন করেন, পহেলগামে যারা হামলা চালিয়েছে, তারা পাকিস্তানি জঙ্গি, তার কী প্রমাণ রয়েছে? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী, তাঁরা পাকিস্তানকে ক্লিনচিট দিচ্ছেন বলেও পালটা আক্রমণ করেন অমিত শাহ।

প্রসঙ্গত ২৮ জুলাই অপারেশন মহাদেবে পহেলগামের যে ৩ হামলাকারীর নিহত হয়, তাদের নাম সুলেমান, আফগান এবং জিবরান। এদের মধ্যে সুলেমান ওরফে হাসিম মুসা ছিল পহেলগামের মূল মাথা। হাসিম মুসার পরিচয় নিয়েও খবর মেলে।

জানা যায়, পহেলগামের মাস্টার মাইন্ড হাসিম মুসা প্রথমে পাকিস্তানি সেনার কমান্ডার পদে ছিল। এরপর সেনার চাকরি থেকে সরে গিয়ে লস্কর-ই-তইবায় যোগ দেয়। পাক কমান্ডার হিসেবে প্রশিক্ষণ পাওয়ায়, মুসা ছিল অস্ত্র চালনায় তুখোড়। সেই সঙ্গে ঝোপে, জঙ্গলে কীভাবে লুকিয়ে থাকতে হবে, তাও জানা ছিল মুসার। ফলে বৈসরণ ভ্যালিতে ২৬ জনকে নির্মমভাবে হত্যার পর মুসার নির্দেশেই লস্কর জঙ্গিরা পাহাড়ে খাঁজে, গুহায় লুকিয়ে থেকে ২ মাস বেঁচে ছিল। অবশেষে সেনা বাহিনীর জওয়ানরা গুলিতে ঝাঁঝরা করে দেয় পহেলগামের ৩ জঙ্গিকে।

পহেলগামের জঙ্গিরা পাকিস্তানের, লস্করের ঘাঁটি থেকে উদ্ধার পাক চকোলেট, ভোটার আইডি কার্ড, জানালেন শাহ