দিল্লি, ২৯ জুলাই: অপারেশন মহাদেব-এ (Operation Mahadev) খতম করা হয়েছে ৩ জঙ্গিকে। পহেলগাম (Pahalgam Terror Attack) হামলায় জড়িত ৩ জঙ্গিকেই নিকেষ করা হয়েছে অপারেশন মহাদেবে। লোকসভায় মঙ্গলবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অপারেশন সিঁদূর নিয়ে সোমবার ১৬ ঘণ্টার ঝোড়ো আলোচনা শুরু হয় সংসদে। তার মাঝেই জম্মু কাশ্মীরের মহাদেব পাহাড়ে চলে এনকাউন্টার। ওই এনকাউন্টারে পাহাড়ের গুহায়, জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা করে দেয় সেনা বাহিনী।
অপারেশন মহাদেবে ৩ জঙ্গিকে নিকেষ করার পর তাদের কাছ থেকে বহু অস্ত্র উদ্ধার করা হয়। জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের তরফে ওই অস্ত্র উদ্ধার করা হয়। ২৮ জুলাইয়ের অনকাউন্টারের পর ২৯ জুলাই লোকসভায় অধিবেশন শুরু হলে, সেখানে পহেলগামের জঙ্গিদের নিকেষ করা হয়েছে বলে ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় পাকিস্তানি মদতপুষ্ট লস্কর জঙ্গিরা। বৈসরণ ভ্যালিতে ওই দিন ২৬ জন নীরিহ পর্যটককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। যে ঘটনায় গোটা দেশ জুড়ে ছড়ায় চাঞ্চল্য।
বৈসরণ ভ্যালিতে হত্যালীলা চালিয়ে জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায়। তবে ওই ঘটনা পর ৭ মে শুরু হয় অপারেশন সিঁদূর। ফলে পহেলগামের জঙ্গিরা কাশ্মীর থেকে পালাতে পারেনি বলেই অনুমান করা হয়। তন্ন তন্ন করে খোঁজা শুরু হয় ওই জঙ্গিদের।
প্রায় ২ মাস ধরে খোঁজার পর মাউন্ট মহাদেব সংলগ্ন জঙ্গলে জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দারা খোঁজ পান। এরপর জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ একযোগে সোমবার সকাল থেকে তল্লাশি শুরু করে। অপারেশন মহাদেবে গোটা মহাদেব পাহার বিভিন্ন খাঁজ, খন্দ, গুহা, জঙ্গলে তল্লাশি অভিযান শুরু হয়। অবশেষে জঙ্গল, গুহায় লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করে পুলিশ এবং সেনা বাহিনী গুলিতে ঝাঁঝরা করে দেয়।