দিল্লি, ২৮ জুলাই: অপারেশন মহাদেব-এ (Operation Mahadev) খতম করা হয়েছে ৩ জঙ্গিকে। পহেলগাম হামলার যে ৩ পাকিস্তানি জঙ্গি ছিল, তাদের খতম করেছে ভারতীয় সেনা। অপারেশন মহাদেব-এর মাধ্যমেই ওই ৩ পাক জঙ্গিকে খতম করা হয়েছে বলে সূত্রের খবর। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। জম্মু কাশ্মীরের যে দারা প্রদেশ রয়েছে, সেখানেই শুরু হয় অপারেশন মহাদেব। আর এই অপারেশন মহাদেব-এই পহেলগামের (PahalgamTerror Attack) ৩ জঙ্গিকে খতম করা হয়েছে বলে খবর মিলছে। প্রসঙ্গত জম্মু কাশ্মীরের যে দারা অঞ্চল রয়েছে, তা 'ট্রেকিং ডেস্টিনেশন' হিসেবে খ্যাত। আর ওই দারাতেই পহেলগামের ৩ জঙ্গিকে সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফে একবারে খতম করা হয় বলে খবর।
অপারেশন মহাদেব সম্পর্কে কোন কোন তথ্য সামনে আসছে
সোমবার দাচিগাম জাতীয় অরণ্যতে শুরু হয় অপারেশন মহাদেব। জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ একযোগে শুরু করে এই অপারেশন মহাদেব।
শ্রীনগরে ভারতীয় সেনার যে ইউনিট রয়েছে, সেই চিনার কর্পসের তরফে এই অপারেশন মহাদেব-এর খবর প্রকাশ করা হয় তাদের এক্স হ্যান্ডেলের মাধ্যমে।
গোয়েন্দা সূত্রে একাধিক খবর পাওয়ার পরই জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ একযোগে এই অপারেশন মহাদেব শুরু করে। হারওয়ানের মুলনার এলাকায় প্রথমে জঙ্গিদের খোঁজ শুরু হয় তল্লাশি। ওই সময়েই সেনা বাহিনীকে লক্ষ্য করে পরপর ২ রাউন্ড গুলি ছোঁড়ে জঙ্গিরা।
জঙ্গিদের দিকে পালটা গুলি চালাতে শুরু করে সেনা বাহিনী। যার জেরে পরপর ৩ জঙ্গিকে একবারে নিকেষ করা হয় বলে চিনার কর্পসের তরফে সোশ্যাল হ্যান্ডেলে খবর প্রকাশ করা হয়।
৩ জঙ্গি নিকেষের খবর পেতেই ওই এলাকায় আরও জোরদার অভিযান শুরু করা হয়। সেনা বাহিনীর আরও জওয়ানরা ওই এলাকায় গিয়ে গোটা অঞ্চল ঘিরে ফেলেন। পাশাপাশি মাউন্ট মহাদেব ঘিরে শুরু হয় জোরদার তল্লাশি অভিযান।