দিল্লি, ২৮ জুলাই: এবার অপারেশন মহাদেব (Operation Mahadev) নামে আরও একটি অপারেশের খবর সামনে এল। যে অপারেশন মহাদেব চলাকালীন পরপর ৩ জঙ্গিকে (Terrorist) নিকেষ করা হয়েছে। পহেলগাম হামলায় (Pahalgam Terror Attack) জড়িত ওই ৩ জঙ্গিকে নিকেষ করা হয় অপারেশন মহাদেবের মাধ্যমে। প্রকাশ্যে আসছে এমন খবর। গত কয়েক মাস ধরে যে জঙ্গিরা বন, জঙ্গল, পাহাড় গুহায় লুকিয়ে ছিল, অপারেশন মহাদেব-এর মাধ্যমে এবার তাদের খতম করা হয়েছে বলে সূত্রের খবর।
শ্রীনগরের লিডওয়াস এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। লিডওয়াসের লুকিয়ে থাকা জঙ্গিদেরই এবার খতম করা হয়েছে বলে খবর। মাউন্ট মহাদেব এলাকায় ওই জঙ্গিদের খতম করা হয় বলেই এই অপারেশনকে মাউন্ট মহাদেব নাম দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অপারেশন মহাদেব-এ পরপর ৩ বিদেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
অপারেশন মহাদেব-এর খবর দিল সেনা বাহিনীই...
OP MAHADEV
Contact established in General Area Lidwas. Operation in progress.#Kashmir@adgpi@NorthernComd_IA pic.twitter.com/xSjEegVxra
— Chinar Corps - Indian Army (@ChinarcorpsIA) July 28, 2025
দাচিগাম থেকে বেশ কিছু সন্দেহজনক কার্যকলাপের খবর পায় সেনা বাহিনী। এরপরই জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) পুলিশ এবং সিআরপিএফ একযোগে ওএই অপারেশন শুরু করলে সেখানেই ৩ বিদেশ জঙ্গিকে খতম করা হয় বলে খবর।
প্রসঙ্গত ২২ এপ্রিল পহেলগাম ভ্যালিতে ভয়াবহ জঙ্গি হামলা হয়। যার জেরে ২৬ জন নীরিহ পর্যটকের প্রাণ যায়। পহেলগাম হামলার পর ৭ মে অপারেশন সিঁদূর শুরু করে ভারত। যার জেরে পাকিস্তানের মাটিতে থাকা প্রায় ১০০ জঙ্গিকে খতম করা হয় বলে খবর।