Onions Price Hike: দাম ছাড়াল ১৫০, মিশর থেকে পেঁয়াজ আমদানি করবে রাজ্য
(Photo Credits: IANS)

কলকাতা, ৫ ডিসেম্বর: বেড়েই চলেছে পেঁয়াজের দাম (Onions Price Hike) । গত চার মাসে রাজ্যে ২০ টাকা থেকে ১৫০ ছুঁয়েছে প্রতি কেজি পেঁয়াজের দাম।এহেন পরিস্থিতিতে রীতিমতো বিপাকে পড়েছে বাড়ির হেঁশেল।উপায় না পেয়ে রীতিমতো বাধ্য হয়েই পেঁয়াজ কিনছেন রাজ্যবাসী।আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার প্রায় সব বাজারেই ১২০ টাকা থেকে ১৫০টাকায় বিকোচ্ছে পেঁয়াজ।এহেন পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Govt)।মিশর থেকে ৮০০ টন পেঁয়াজ রাজ্যে আমদানি করার নির্দেশ দেওয়া হয়েছে।গোটা বিষয়টির তত্ত্বাবধানে রয়েছে ন্যাফেড (NAFED)।

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে  রাজ্য সরকারের আধিকারিক বলেন, "প্রতি সপ্তাহে ২০০টন পেঁয়াজ আমদানি করা হবে।সবমিলিয়ে ৮০০ টন পেঁয়াজ আনার নির্দেশ দেওয়া হয়েছে।কলকাতায় খুব বেশি হলেও ৬৫ টাকা প্রতি কেজিতে বিক্রি হবে পেঁয়াজ।" আরও পড়ুন: West Bengal Weather Update: পারদ নেমে ১৬ ডিগ্রির নিচে, মরশুমের শীতলতম দিন আজ

পেঁয়াজের লাগাতার দাম বৃদ্ধি নিয়েও শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাত।রাজ্যের বাজারে পেঁয়াজের ঘাটতি নিয়ে কেন্দ্রকেই দুষছে রাজ্য।রাজ্য সরকারের আধিকারিক কথায়, "গোটা ঘটনাটায় যদি কেন্দ্র কয়েকদিন আগে নজর দিত।তাহলে বেলাগাম পেঁয়াজের দাম বৃদ্ধি কিছুটা হলেও রুখে দেওয়া সম্ভব হত।" তিনি আরও বলেন, "কেন্দ্র গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করলে এক মাস আগেই শ্রীলঙ্কা থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেত।তাহলে এই মুহূর্তে পেঁয়াজের দাম প্রতি কেজি অন্তত ৫৫ টাকার কাছাকাছি হত।"

প্রতি মাসে নাসিক থেকে বাংলায় ৭০ হাজার টন পেঁয়াজ(Onions) আসে।কিন্তু চলতি বছরে অতিরিক্ত বৃষ্টির জন্য পেঁয়াজের ফলন কম হয়।এরফলে কমেছে আমদানি।যার জেরে চরচরিয়ে বাড়ছে পেঁয়াজের দাম।পাশাপাশি, ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, রাজ্য সরকার ৯০০-র বেশি দোকানে পেঁয়াজ বিক্রির চিন্তা ভাবনা করছে।