ভুবনেশ্বর, ৬ অগাস্ট: প্রেমিক (Boyfriend) ব্ল্যাকমেইল করছে। অতিষ্ট হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা (Suicide) করলেন এক ছাত্রী (Student)। প্রেমিকের ব্ল্যাকমেইলের অত্যাচারে অতিষ্ট হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করেন ওই ছাত্রী। ওড়িশা পুলিশের তরফে মিলছে এমন খবর। এই নিয়ে বিগত এক মাসের মধ্যে পরপর ২বার এই ধরনের ঘটনা ঘটল। এর আগে ১২ জুলাই আরও এক মহিলা এভাবেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শত চেষ্টা করেও ওই মহিলাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। এবারও সেই একই ঘটনা ঘটে গেল।
ওড়িশার (Odisha) কেন্দ্রাপাড়ার (Kendrapara) ঘটনায় ক্ষোভ উগরে দেন ওই ছাত্রীর বাবা। তিনি বলেন, তাঁর মেয়েকে ক্রমাগত ব্ল্যাকমেইল করা হচ্ছিল। তাঁর মেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কিন্তু প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করেন বাবা।
পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে, থানা থেকে শুধুমাত্র পরামর্শ দেওয়া হয়। জানানো হয়, যদি প্রেমিক ওই ছাত্রীকে বার বার জ্বালাতন করে, তাহলে তিনি যেন ওই যুবকের মোবাইল নম্বর ব্লক করে দেন। ব্যাস, ওইটুকুই। এরপর আর পুলিশের তরফে তাঁদের কোনও ধরনের সাহায্য করা হয়নি বলে অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার জন্য কে বা কারা দায়ি, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয় পুলিশের তরফে।