তিরুবন্তপুরম, ৮ মার্চ: কেরলের (Kerala) এক পরিবারে ৫ জনের শরীরে মিলেছে নোভেল করোনাভাইরাস (Coronavirus)। তামিলনাডুতে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত। গতকাল পর্যন্ত সরকারিভাবে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৪। আজ সেটা বেড়ে হয় ৪০। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শাইলাজা জানান, একই পরিবারের ৩ সদস্য সম্প্রতি ইতালি থেকে ফেরেন। কিন্তু তাঁরা ভ্রমণের পূর্ব রেকর্ড শেয়ার করেননি, যার কারণে তাঁদের বিমানবন্দরে পরকীক্ষা করা হয়নি। তারপরই ৫ জন আক্রান্ত হন।
কেরল সরকার জানায়, তারা প্রাথমিক চিকিত্সা নিতে অস্বীকার করেছিল। তাঁদের রক্ত পরীক্ষা করা হলে শরীরে করোনা পজেটিভ মেলে। ভর্তি করা হয় পতনমত্তিতা জেনারেল হাসপাতালে। ভারতে প্রথম কেরলেই তিন জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। করোনা থেকে বাঁচতে কী করা উচিত আর কী করা উচিত নয়, তা নিয়ে পরামর্শ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও পড়ুন, গা ঢাকা দেওয়া বিমল গুরুং-রোশন গিরির দেখা মিলল বিজেপির জে পি নাড্ডার ছেলের বিয়ের অনুষ্ঠানে
স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, করোনা রুখতে কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে খতিয়ে দেখেন তিনি। ইতালিতে প্রায় ৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত। সেখানে মৃত্যু ইতিমধ্যেই ২০০ ছাড়িয়েছে। ৯৫টি দেশ এখন করোনা কবলিত। চিনে কার্যত মহামারী আকার ধারণ করেছে। প্রায় এক লক্ষ মানুষ আক্রান্ত। সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে মৃত্যু সংখ্যা।