কলকাতা, ৮ মার্চ: জে পি নাড্ডার (J P Nadda) ছেলের বিয়েতে প্রকাশ্যে এলেন ফেরার বিমল গুরুং (Bimal Gurung) ও রোশন গিরি (Roshan Giri)। ২০১৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে পাহাড়ে দলীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেছিল গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) প্রাক্তন সুপ্রিমো বিমল গুরুং। তারপর অশান্তির আগুন জ্বলে পাহাড়ে। তারপর বেপাত্তা হয়ে যায় গুরুং। তার সঙ্গী তথা মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক রোশন গিরি এরপর পুলিশের খাতায় ফেরার হিসেবে নাম লেখায়।
সেই বিমল-রোশনকেই ফের দেখা গেল কোনও অনুষ্ঠানে। তাও আবার যে-সে অনুষ্ঠান নয়, একেবারে বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেলের বিয়ের অনুষ্ঠানে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। যা নিয়ে ফের চাঞ্চল্য ছড়ায়। শুক্রবারই ছিল জেপি নাড্ডার ছেলের বিয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই দেখা গেছে এই দুজনকে। আরও পড়ুন, নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে সাতজন সম্মানিত মহিলাকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দেবেন নরেন্দ্র মোদি
নবদম্পতি ও নাড্ডার পাশে দাঁড়িয়ে ছবি তোলে তারা।গত লোকসভা নির্বাচনে উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেছিল প্রাক্তন মোর্চা সুপ্রিমো। বেশ কয়েকবার গুরুং ফিরছে বলে পাহাড়ে পোস্টারও পড়েছিল। কিন্তু কখনই দেখা দেয়নি গুরুং। তেমনই টিকি খুঁজে পাওয়া যায়নি রোশনেরও। তারপরই খবর পাওয়া যায় দিল্লিতে গা ঢাকা দিয়েছেন গুরু-শিষ্য। আবার কখনও দুজনে নেপালে ঘাঁটি গেড়েছে বলেও খবর পাওয়া গেছে। এদিকে রাজ্য পুলিশ, গোয়েন্দারা তাদেরকে গত দুবছর ধরে খুঁজে চলেছে। তবে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেলের বিয়ের অনুষ্ঠানে বিমল ও রোশনের অংশগ্রহণের ছবি নিয়ে জল্পনা দানা বেঁধেছে।
দিলীপ ঘোষ এই বিষয়ে জানান শরিক দলের নেতা আমন্ত্রিত হবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। জেপি নাড্ডার ছেলের বিয়েতে বিমল গুরংয়ের আমন্ত্রণ নিয়ে সাফাই এমনটাই জানান দিলীপ ঘোষ। তাঁর ব্যাখ্যা, বাংলায় তো যে কেউ যার নামে কেস দিয়ে দিয়েছে। আমাদের সাংসদের নামেও তো শ্লীলতাহানির কেস দিয়েছে। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, ''বিমল গুরুং আমাদের জোটসঙ্গী। বিজেপি নেতার সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন, এটাই তো স্বাভাবিক। সমস্ত বিরোধী নেতারাও ছিলেন। সাংসদরাও আমন্ত্রিত হয়েছিলেন। অধীরবাবুও গিয়েছিলেন রিসেপশনে।''