Hijab Row: হিজাব সরিয়ে শিক্ষাঙ্গনে প্রবেশ মানতে পারছেন না, কর্ণাটক কলেজ থেকে ইস্তফা অধ্যাপকের
Hijab Row In Karnataka (Photo Credit: ANI/Twitter)

বেঙ্গালুরু, ১৮ ফেব্রুয়ারি:  যত সময় গড়াচ্ছে, তত জটিল হচ্ছে কর্ণাটকের হিজাব বিতর্ক (Hijab Row)। কর্ণাটকে (Karnataka) হিজাব বিতর্কের জেরে এবার এক কলেজের অধ্যাপক ইস্তফা দিলেন। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, হিজাব ছাড়া শিক্ষাঙ্গনে প্রবেশের বিষয়টিকে মেনে নিতে পারছেন না। সেই কারণেই তিনি তাঁর চাকরি থেকে ইস্তফা দিলেন বলে রিপোর্টে প্রকাশ।

বৃহস্পতিবার  কর্ণাটক সরকারের তরফে জানানো হয়, রাজ্য সরকারের আওতায় যে সমস্ত সংখ্যালঘুদের স্কুল (School) বা শিক্ষালয় রয়েছে, সেখানে হিজাব পরে প্রবেশ করা যাবে না। সরকারি আওতায় থাকা সংখ্যালঘু স্কুলগুলিতে কেউ হিজাব পরে প্রবেশ করতে পারবে না বলে জানানোর পর ওই শিক্ষক চাকরি থেকে ইস্তফা দেন।

আরও পড়ুন:  Ahmedabad Serial Blast Case: আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ডের নির্দেশ

কর্ণাটকের উদুপির পি ইউ মাণ্ড্য কলেজ থেকে সম্প্রতি হিজাব বিতর্ক শুরু হয়। কলেজে হিজাব পরে গেলে, সেখান একদল গেরুয়া উত্তরীয় পরে হাজির হন। এরপরই হিজাব বনাম গেরুয়ার লড়াই শুরু হয়ে যায় দক্ষিণী এই রাজ্যে।