Ahmedabad serial blast case (Photo Credit: Twitter/ANI)

আহমেদাবাদ, ১৮ ফেব্রুয়ারি:  আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় (Ahmedabad Serial Blast Case) ৩৮ জনের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত। এই প্রথম ভারতে কোনও মামলায় একসঙ্গে এতজনকে অভিযুক্ত চিহ্নিত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হল। ওই মামলায় অভিযুক্ত বাকি ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলার শুনানি গুজরাটের (Gujrat) স্পেশাল কোর্টে শুরু হয়। সেখানেই একসঙ্গে ৩৮ জনের ফাঁসির নির্দেশ দেন বিচারক।

শুক্রবার গুজরাটের স্পেশাল কোর্ট যখন রায়দান প্রক্রিয়া শুরু করে, সেই সময় ডিজিটালি দেশের বিভিন্ন প্রান্তের একাধিক জেলে বসে তা প্রত্যক্ষ করে অভিযুক্তরা।

আরও পড়ুন: Bomb Scare in Delhi: দিল্লিতে কারা মজুদ করছে বিপুল বিস্ফোরক? লিঙ্ক খুঁজতে ময়দানে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড

২০০৮ সালে আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। যার জেরে ওই সময়  ৫৬ জনের মৃত্য়ু হয়। গুরুতর জখম হন ২০০-রও বেশি মানুষ। ওই ঘটনার ১৩ বছর পর এবার একসঙ্গে ৩৮ জনের ফাঁসির নির্দেশ দেওয়া হয় আদালতের (Court) তরফে।