মস্কো থেকে গোয়াগামী বিমানে বোমাতঙ্ক । সোমবার (৯ জানুয়ারি) রাতে গন্তব্যে পৌঁছনোর আগেই গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে এই বোমার হুমকি ফোন আসে। এরপরই চার্টার্ড ফ্লাইটটিকে গুজরাটের জামনগরের দিকে ঘুরিয়ে বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয় । যাত্রীরা সবাই নিরাপদেই আছেন বলে খবর।
Goa | Security tightened outside Goa International Airport after Goa ATC received a bomb threat on Moscow-Goa chartered flight.
The chartered flight has been diverted to Jamnagar, Gujarat. The aircraft is under isolation bay & further investigation is underway. pic.twitter.com/KKCbMPiyW9
— ANI (@ANI) January 9, 2023
জানা গিয়েছে, রাশিয়ার মস্কো থেকে ২৪৪ জন যাত্রী নিয়ে গোয়ার দাবোলিম বন্দরের উদ্দেশে রওনা দেয় বিমানটি । কিন্তু, সোমবার বিমানটি অবতরণের কিছু আগেই গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর কাছে একটি হুমকি ফোন আসে । সেখানে বলা হয়, বিমানে বোমা রাখা আছে । এরপরই২৩৬ জন যাত্রী এবং ৮ ক্রু সদস্য নিয়ে বিমানটি গন্তব্যস্থলের বদলে গুজরাতের জামনগরে বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে । তড়িঘড়ি সেখানে পৌঁছন বম্ব স্কোয়্যাড, স্থানীয় পুলিশ, প্রশাসন ।
#WATCH | Visuals from Jamnagar Aiport where Moscow-Goa chartered flight passengers were deboarded after Goa ATC received a bomb threat.
As per airport director, Nothing suspicious found. The flight is expected to leave for Goa probably b/w 10:30 am-11 am today.#Gujarat pic.twitter.com/dRBAEucYjy
— ANI (@ANI) January 10, 2023
অন্য বিমানগুলির থেকে দূরত্ব বজায় রাখতে বিমানটিকে এখন ‘আইসলেশন ওয়ে’- তে রাখা হয়েছে । জানা গিয়েছে, পাইলট, কেবিন ক্রু-সহ সকল যাত্রীরা নিরাপদেই রয়েছে । বিমান অবতরণের পর পরই তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় । গোটা বিষয়টি রাশিয়ার দূতাবাসেও জানানো হয়েছে ।
Gujarat | Outside visuals from Jamnagar Aiport where Moscow-Goa chartered flight was diverted after Goa ATC received a bomb threat.
236 passengers and 8 crew members were onboard; all of them were safely taken out and have been accommodated at the airport lounge. pic.twitter.com/D9CePcu5IX
— ANI (@ANI) January 10, 2023
মস্কো-গোয়া চার্টার্ড ফ্লাইটে বোমার হুমকি ঘটনার পর গোটা এলাকা তল্লাশি চালিয়েছে এনএসজি, তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আজ সকাল ১০.৩০ থেকে ১১ টার মধ্যে বিমানটি জামনগর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে বলে আশা করা হচ্ছে। তাঁর আগে সমস্ত যাত্রীদের ব্যাগ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে বলেও জানা গেছে জামনগর বিমানবন্দরের তরফ থেকে।
Bomb threat on Moscow-Goa chartered flight | NSG has not found anything suspicious. The flight is expected to leave from Jamnagar to Goa probably between 10:30 am to 11 am today. All bags have been thoroughly checked: Jamnagar Airport Director#Gujarat
— ANI (@ANI) January 10, 2023