দিল্লি, ১৮ ফেব্রুয়ারি: দিল্লির (Delhi) সীমাপুরীতে (Seemapuri) পৌঁছল এটিএস-এর একটি দল। সীমাপুরির পুরনো বাড়িতে রাখা পরিত্যক্ত ব্যাগ থেকে বৃহস্পতিবার আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়। বিস্ফোরক উদ্ধারের পরই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সীমাপুরির ওই পুরনো বাড়িতে কে বা কারা ৩ কেজি বিস্ফোরক রাখে, সে বিষয়ে খোঁজ করেই এবার উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS) সেখানে পৌঁছে যায়। প্রথমে গাজিপুর এবং সীমাপুরীতে যে বিপুল বিস্ফোরক মজুদ করা হয়, তার সঙ্গে জঙ্গি সংগঠনের কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে শুরু হয়েছে খোঁজ।
Delhi | Uttar Pradesh Anti-Terrorism Squad (ATS) team reaches Old Seemapuri where 3kgs explosive IED was recovered from a house in the area. pic.twitter.com/oZgsDwBDhb
— ANI (@ANI) February 18, 2022
প্রসঙ্গত গত মাসে দিল্লির গাজিপুর ফুল বাজার থেকেই আইইডি (IED) বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। গাজিপুর ফুল বাজারে কে বা কারা বিপুল বিস্ফোরক মজুদ করে, সে বিষয়েও কিছু জানা যায়নি। এবারেও সীমাপুরীর ওই বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের পরই চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: Bomb Scare in Delhi: দিল্লিতে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে আইইডি, ঘটনাস্থলে পৌঁছল বম্ব স্কোয়াড
বৃহস্পতিবার বিকেলে দিল্লির সীমাপুরীর একটি পুরনো বাড়ি থেকে পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়। খবর পেতেই দিল্লি পুলিশের বিশেষ দল সেখানে পৌঁছয় দমকাল বাহিনীকে নিয়ে। সেই সঙ্গে পৌঁছে যায় এনএসজি এবং বম্ব স্কোয়াডও।