শিশুদের গন্ডগোল পৌঁছে গেল চরম পর্যায়ে। ছোটদের খেলার সময় তাদের মধ্যের গন্ডগোলের জেরে ৬ বছরের এক শিশুকে থাপ্পড় মারলেন এক মহিলা। শুধু তাই নয়, ওই শিশুর গালে এমনভাবে থাপ্পড়মারা হয়েছে যে ক্ষত দেখা গিয়েছে। ছোটদের গন্ডগোল কখন যে বড়দের মাঝে ছড়িয়ে পড়ে, তা কেউ টের পাননি। নয়ডার (Noida) একটি সোসাইটি থেকে এমনই ভিডিয়ো উঠে আসে। যেখানে খেলার মাঝে ছোট ভিতর গন্ডগোল ছড়ালে, এক বাচ্চা তার মাকে নিয়ে আসে। সেই মহিলা হাজির হয়ে অন্যকে শিশুকে জোরে চড় মারে। যা দেখে আশপাশের লোকজন এগিয়ে গেলে, তিনি স্বগর্বে বলতে থাকেন, আবার মারবেন। এমনকী যেখানে দেখবেন, ওই শিশুকে তিনি সেখানে মারবেন বলে মন্তব্য করেন। যেখানেই তিনি ওই শিশুকে একা পাবেন, তিনি চড় মারবেন বলে মন্তব্য করেন। ছোটদের প্রতি নয়ডার ওই মহিলার যে আচরণ, তার ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়।
দেখুন একরোখা মহিলা কীভাবে ছোট্ট শিশুটিকে চড় মারেন...
Shocking! A minor quarrel between kids in a Greater Noida society escalates into chaos as one mother allegedly slaps a 6-year-old so hard it leaves a bruise. Tempers flare, and the neighborhood witnesses a major showdown!
#GreaterNoida #JusticeForKids pic.twitter.com/3eILUzTLQ9
— Sneha Mordani (@snehamordani) December 18, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)