নয়াদিল্লিঃ দিল্লির প্রবীণদের দারুণ খবর শোনালেন অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। এ বার দিল্লির ৬০বছর ঊর্ধ্ব বয়স্কদের জন্য মিলবে বিনামূল্যে চিকিৎসা(Free Treatment)। আজ, সঞ্জীবনী যোজনার(Sanjeevani Yojana) কথা ঘোষণা করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামী বছরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে দুর্দান্ত মাস্টারস্ট্রোক আম আদমি পার্টির। বুধবার সকালেই এক্স হ্যান্ডেলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান দুপুরে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন তিনি। যেমন কথা তেমন কাজ। বুধবার ঠিক দুপুর ১ টা নাগাদ এই বিশেষ ঘোষণা করেন তিনি। এই যোজনার আওতায় থাকা প্রবীণদের যাবতীয় চিকিৎসার খবচ বহন করবে দিল্লি সরকার, এমনটাই জানিয়েছেন আপ নেতা। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "দিল্লির প্রবীণদের জন্য সুখবর। এবার থেকে দিল্লির ৬০ বছরের ঊর্ধ্ব সকল বয়স্ক নাগরিকারা বিনামূল্যে চিকিৎসা পাবেন। এটা আমার প্রতিশ্রুতি। অনেকেই অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। তবে আর চিন্তা নেই। সঞ্জীবনী যোজনার আওতায় এবার সকলে বিনামূল্যে চিকিৎসা পাবেন।"
দিল্লিতে বিনামূল্যে চিকিৎসা পাবেন ৬০ ঊর্ধ্ব ব্যক্তিরা
Free Treatment For Senior Citizens At All Delhi Hospitals: Arvind Kejriwal https://t.co/EZ1iKR2ys9 pic.twitter.com/A9oHQLmC9r
— NDTV (@ndtv) December 18, 2024