নতুন দিল্লি, ১৯ ফেব্রুয়ারি: আজ দিল্লিতে প্রথমবার বৈঠকে বসে অযোধ্যায় রামমন্দির নির্মাণে গঠিত ট্রাস্ট (Trust)। ট্রাস্টের নাম 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র' (Shri Ram Janambhoomi Teertha Kshetra)। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাম জন্মভূমি ন্যাসের প্রধান নিত্য গোপাল দাস (Nitya Gopal Das ) হবেন ট্রাস্টের সভাপতি। চম্পট রাইকে (Champat Rai) করা হয়েছে জেনেরাল সেক্রেটারি। অন্যদিকে ট্রাস্টের কোষাধ্যক্ষ করা হয়েছে গোবিন্দ দেব গিরিকে (Govind Dev Giri)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রকে করা হয়েছে মন্দির নির্মাণ কমিটির প্রধান।
২০১৯ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দেয়, অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে। মসজিদ গড়ার জন্য বিকল্প পাঁচ একর জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। শীর্ষ আদালত অযোধ্যার বিতর্কিত ওই জমি বোর্ড অব ট্রাস্টের হাতে তুলে দিতে নির্দেশ দেয়। সেই সঙ্গে কেন্দ্রকে ট্রাস্ট গঠনের জন্য তিন মাস সময়ও দেওয়া হয়। আর দিল্লি নির্বাচনের ঠিক তিন দিন আগে ৫ ফেব্রুয়ারি লোকসভায় সেই ট্রাস্ট গঠনের ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভায় মোদি বলেন, ‘‘আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট গঠন করা হবে। ওই ট্রাস্ট রাম মন্দির নির্মাণ ও সেই সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেবে।’’ এর পরই মোদী সংসদে আহ্বান জানান, ‘‘আসুন অযোধ্যায় রামমন্দির নির্মাণকে সমর্থন জানাই।’’ আরও পড়ুন: Shaheen Bagh: সবার সহমতের ভিত্তিতেই শাহীন বাগ ইশুর সমাধান সম্ভব, বললেন সুপ্রিম কোর্ট নিয়োজিত দুই মধ্যস্থতাকারী
প্রধানমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সরকার পক্ষের সাংসদরা সংসদে ‘জয় শ্রী রাম’ ধ্বনি তোলেন। ট্রাস্টি বোর্ডে ১৫ জন সদস্য থাকবেন। তাদের মধ্যে ৭ জন স্থায়ী, ৫ জন মনোনীত এবং ৩ জন ট্রাস্টি। ট্রাস্টের প্রধান হয়েছেন প্রবীণ আইনজীবী কে পরাসরণ। আর আহ্বায়ক সদস্য হবেন অযোধ্যার জেলাশাসক অনুজ কুমার ঝা। অন্য সাত স্থায়ী সদস্য হলেন শঙ্করাচার্য বাসুদেবানন্দ মহারাজ, পরমানন্দজি মহারাজা হরিদ্বার, স্বামী গোবিন্দগিরিজি পুনে, বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র, ড. অনিল মিশ্র হোমিওপ্যাথিক অযোধ্যা, ড. কমলেশ্বর চাউপল পটনা এবং মহান্ত ধীনেন্দ্র দাস নির্মোহী আখড়া।