Cyclone (Representational Image)

নয়াদিল্লি, ২৩ মে:  আম্ফানের (Amphan Cyclone) দাপটে লন্ডভন্ড বাংলার একাধিক জেলা। উড়িষ্যাতেও তাণ্ডব চালিয়েছে আম্ফান। এখনও চোখে-মুখে আতঙ্ক রাজ্যবাসীর। এরমধ্যেই ফের আতঙ্ক বাড়াচ্ছে ‘নিসর্গ’ (Nisarga)। ভারত মহাসাগরের উত্তরদিকে ঘনীভূত হচ্ছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এই ঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ। যার ইংরেজি মানে ‘দ্য নেচার’  (The Nature)। দিল্লির মৌসম ভবনের (IMD) তরফে ঘূর্ণিঝড়ের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় একগুচ্ছ ঘূর্ণিঝড়ের কথা উবল্লেখ করা হয়েছে, যেগুলি প্রধানত ভারত মহাসাগরের উত্তরে, বঙ্গোপসাগর এবং আরবসাগরে তৈরি হবে।

নিসর্গ ছাড়াও আরও বেশ কিছু ঘূর্ণিঝড়ের নাম ইতিমধ্যেই স্থির করেছে বাংলাদেশ। এরমধ্যে রয়েছে বিপর্যয়, অর্ণব, উপকূল, উর্মি, মেঘালা এবং সরোবর। চলতি বছরের এপ্রিলে তৈরি হয়েছে এই তালিকা। ১৬৯টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা রয়েছে। বাংলাদেশ-সহ ১৩ টি দেশ এই তালিকা তৈরি করে। এরমধ্যে রয়েছে ভারত, ইরান, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব, ইয়েমেন। আরও পড়ুন: Dilip Ghosh: আম্ফান ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ চব্বিশ পরগণা পরিদর্শনে যাওয়ার পথে দিলীপ ঘোষকে রাস্তায় আটকাল পুলিশ 

আম্ফান ঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালায়। বাংলায় মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। ভারতের তরফেও বেশ কিছু ঝড়ের নামকরণ করা হয়েছে। এই ঘূর্ণিঝড়গুলির মধ্যে রয়েছে-গতি, তেজ, মুরাসু, আগ, ভ্যাম, ঝড়, প্রবাহ, নীর, প্রভাঞ্জন, ঘূর্ণি, আম্বুদ, জলধি, ভেগা। দেখে নিন ঝড়ের পুরো তালিকা