Unified Pension Scheme (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৫ অগাস্টঃ নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এক নয়া পেনশন স্কিম ঘোষণা করেছে। বর্তমানে যে পেনশন স্ক্রিম রয়েছে তাঁর বিকল্প হিসাবে এই নতুন ইউনিফাইড পেনশন স্কিম (Unified Pension Scheme) চালু করল কেন্দ্র সরকার। শনিবার ২৪ অগাস্ট কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় মন্ত্রীসভা কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্যে ইউনিফাইড পেনশন স্কিমে অনুমোদন দিয়েছে। তিনিও এও দাবি করেছেন, ইউপিএস চালু হওয়ার ফলে দেশের প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় কর্মী উপকৃত হবেন। এতে নিশ্চিত পেনশন মিলবে।

২০০৪ সালের জানুয়ারি মাস থেকে কেন্দ্র সরকারের কর্মীদের জন্যে ন্যাশনাল পেনশন স্ক্রিম চালু করে কেন্দ্র। তার আগে পর্যন্ত দেশে ওল্ড পেনশন স্ক্রিম বা পুরনো পেনশন স্কিম চালু ছিল। তবে গত কয়েক বছর ধরে ন্যাশনাল পেনশন স্ক্রিম ঘিরে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এমনকি চব্বিশের লোকসভার আগেও মোদীর বিরুদ্ধে এটাকে হাতিয়ার করা হয়েছিল। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের জন্যে ইউনিফাইড পেনশন স্কিম (Unified Pension Scheme) চালু করল কেন্দ্র।

ইউনিফাইড পেনশন স্কিম কী?

UPS-এর অধীনে কেন্দ্রীয় কর্মীরা একটি নির্দিষ্ট পেনশন পাবেন। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নতুন পেনশন স্কিম (এনপিএস) চালু থাকলেও তাতে নির্দিষ্ট পেনশন উপলব্ধ ছিল না। ইউনিফাইড পেনশন স্কিমে জানানো হয়েছে, ২০০৪ সালের ১ এপ্রিলের পর যে সমস্ত ব্যক্তি কেন্দ্র সরকারের চাকরি পেয়েছেন, তারা এই সুবিধা পাবেন। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে চালু হবে এই নয়া পেনশন স্ক্রিম। যা পেনশনভোগীদের জন্যে পেনশনের নির্দিষ্ট পরিমাণ নিশ্চিত করে।

কী কী সুবিধা রয়েছে স্কিমে?

১) স্থায়ী পেনশন সুবিধা: ২৫ বছর বা তার বেশি সময় ধরে চাকরি করেছেন এমন কর্মচারীরা অবসরকালীন সময়ে গত ১২ মাসে তাঁর মূল বেতনের ৫০% পেনশন হিসাবে পাবেন। চাকরির শেষ বছরে যদি কোনও কর্মচারীর মূল বেতন ৫০,০০০ টাকা হয়, তবে অবসর নেওয়ার পরে তিনি প্রতি মাসে ২৫,০০০ টাকা পেনশন পাবেন।

২) স্বল্প চাকরিতেও পেনশন: যেসব কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছরের কম কিন্তু ১০ বছরের বেশি তারাও তাদের চাকরি এবং বেতন অনুযায়ী পেনশন পাবেন। এতে প্রতি মাসে ন্যূনতম ১০,০০০ টাকা পেনশন নিশ্চিত করা হয়েছে।

৩) পারিবারিক পেনশন: কর্মচারীর মৃত্যুর পর, তার পরিবারকে কর্মচারীর পেনশনের ৬০% এবং মহার্ঘ রিলিফ দেওয়া হবে, যাতে তাঁর পরিবার আর্থিক নিরাপত্তা পেতে পারে।

৪) গ্র্যাচুইটি: ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে কর্মচারীর মাসিক বেতনের ১০ শতাংশ এবং ৬ মাস অন্তর মহার্ঘভাতা গ্র্যাচুইটি হিসেবে জমা হবে সেই কর্মীর নামে। ন্যাশনাল পেনশন স্কিমে গ্র্যাচুইটির জন্যে কর্মীদের বেতন থেকে ১০ শতাংশ টাকা হত। আর ১৪ শতাংশ দিত কেন্দ্র। তবে ইউপিএস-এ কেন্দ্র সেই পরিমাণ বাড়িয়ে ১৮.৫ শতাংশ করেছে।