Mamata Banerjee, Narendra Modi (Photo Credit: File Photo)

আরজি কর-কাণ্ডে (RG Kar) উত্তাল গোটা দেশ। আরজি কর-কাণ্ডের পর ধর্ষণ ঠেকাতে এবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)  চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী লেখেন, ধর্ষণ, খুন রুখতে কঠোর আইন আনা হোক। সেই সঙ্গে ধর্ষণ এবং খুনের সঙ্গে যুক্তদের মামলা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়, সে বিষয়েও প্রধানমন্ত্রীকে পদক্ষেপের আর্জি জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত এর আগে আরজি করের ঘটনার পর ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে মোদীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ধর্ষণে জড়িতদের মামলার নিষ্পত্তি দ্রুত হোক, এই আবেদন করে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী।

ধর্ষণ এবং খুনে যুক্তদের মামলার নিষ্পত্তি হোক দ্রুত, চিঠি মুখ্যমন্ত্রীর...