কলকাতাঃ বহু বছর ধরেই কালীঘাটের (Kalighat) বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছরও তার ব্যাতিক্রম হয়নি। মায়ের ভোগ রাঁধা থেকে প্রদীপ জ্বালানো নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত দিক তদারকি করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সপরিবারে হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছেলেমেয়ের সঙ্গে মিলে এক ফ্রেমে ধরা দিয়েছেন অভিষেক।
জমজমাট মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো
সোমবার সন্ধ্যার আগেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে শুরু হয় পুজো। মায়ের জন্য প্রতিবারের মতো নিজের হাতে ভোগ রাঁধেন মমতা। এরপর দেন অঞ্জলি। রাতের দিকে শুরু হয় যজ্ঞ। লেক কালীবাড়ির দর্শন সেরে সোজা কালীঘাটে হাজির হন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন যজ্ঞে বসেন অভিষেক। বাবা অভিষেকের পাশেই পাওয়া যায় কন্যা আজানিয়াকে। প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে চাঁদের হাট বসে। উপস্থিত থাকেন নেতা, মন্ত্রী আমলা-সহ বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। এদিন কালীঘাটের বাড়িতে দেখা যায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ অন্যান্য আমলারা। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়ারা।
বাড়ির পুজোতে মাতলেন মমতা, দেখুন ছবিতে
Amid the luminous spirit of Kali Pujo, Smt. @MamataOfficial immersed herself in the sacred worship of Maa Kali, offering prayers for the strength, happiness, and well-being of the people of Bengal.
May the divine light dispel darkness, inspire courage, and nurture hope in every… pic.twitter.com/R7O2c2Yond
— All India Trinamool Congress (@AITCofficial) October 20, 2025