প্রতীকী ছবি (Photo Credit: ANI)

নয়াদিল্লি: আজ থেকে ছয় বছর আগে ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) হামলা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। ২০১৯ সালে বিকেল ৩টার দিকে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলা ঘটে। বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে সিআরপিএফ কনভয়ে হামলা চালানো হয়েছিল। এই আক্রমণে ৪০ জন সৈন্য শহীদ হন এবং আরও অনেকে গুরুতর আহত হন। এই ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে, কারণ এই হামলার পিছনে পাকিস্তান-ভিত্তিক একটি সন্ত্রাসী সংগঠনের হাত ছিল।

পুলওয়ামা হামলা কীভাবে হয়েছিল?

হামলার দিন জম্মু থেকে শ্রীনগরগামী সিআরপিএফ কনভয়ে ৭৮টি বাস ছিল, তাতে প্রায় ২,৫০০ সৈন্য ছিল। হঠাৎ, পুলওয়ামা জেলার অবন্তীপোরা এলাকায় জইশ-ই-মহম্মদের এক বিস্ফোরক ভর্তি গাড়ি কনভয়ের একটি বাসে ধাক্কা দেয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, যার ফলে বাসটি টুকরো টুকরো হয়ে যায়।

হামলার পরপরই আহত সৈন্যদের নিকটতম সেনা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অনেক সৈন্য ঘটনাস্থলেই মারা যান। এইরকম কাপুরুষোচিত হামলায় সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শহীদদের দেহ একটি বিশেষ বিমানে দিল্লিতে আনা হয়েছিল, সেখানে পালাম বিমান ঘাঁটিতে তাদের শেষ শ্রদ্ধা জানানো হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, শীর্ষ সেনা কর্মকর্তা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলায় গভীর শোক প্রকাশ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।