Drinking Water (Photo Credits: ANI)

মহারাষ্ট্র, ১০ জুন:  তীব্র জলকষ্টে দিন কাটাচ্ছেন মহারাষ্ট্রের (Maharashtra) মেলঘাটের খাদিয়াল গ্রামের বাসিন্দারা। সেখানে এই গ্রীষ্মে পানীয় জল বলতে দুটি শুকিয়ে যাওয়া কুয়ো। প্রশাসনের তরফে দুটি জলের ট্যাঙ্কার নিত্য এসে ওই কুয়োতে জল ভরে যায়। আর জীবনের ঝুঁকি নিয়ে বাসিন্দারা সেই জল ভরে বাড়ি নিয়ে যান।

প্রায় ১৫০০ জনের বসবাস ওই গ্রামে। এর মধ্যে দূষিত জল পান করে প্রতিদিন গ্রামের  কেউ না কেউ কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন। কেই আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো রাস্তাও সেখানে নেই।