মহারাষ্ট্র, ১০ জুন: তীব্র জলকষ্টে দিন কাটাচ্ছেন মহারাষ্ট্রের (Maharashtra) মেলঘাটের খাদিয়াল গ্রামের বাসিন্দারা। সেখানে এই গ্রীষ্মে পানীয় জল বলতে দুটি শুকিয়ে যাওয়া কুয়ো। প্রশাসনের তরফে দুটি জলের ট্যাঙ্কার নিত্য এসে ওই কুয়োতে জল ভরে যায়। আর জীবনের ঝুঁকি নিয়ে বাসিন্দারা সেই জল ভরে বাড়ি নিয়ে যান।
#WACTH | Maharashtra: People of Khadial village in Melghat are risking their lives for a bucket of water
"There are only two wells in the village which have almost dried up, a village of 1500 population is dependent on 2-3 tankers for water every day", said a villager pic.twitter.com/5tWAjDgqci
— ANI (@ANI) June 10, 2022
প্রায় ১৫০০ জনের বসবাস ওই গ্রামে। এর মধ্যে দূষিত জল পান করে প্রতিদিন গ্রামের কেউ না কেউ কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন। কেই আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো রাস্তাও সেখানে নেই।
"Water is supplied to the village through two tankers that pour water into dry wells. People risk their lives to draw water from wells. Diseases are increasing after drinking dirty water. If a person gets sick, there is no road to take them to the hospital," said another villager pic.twitter.com/sPOVHjcB4u
— ANI (@ANI) June 10, 2022