বিবাহ বিচ্ছেদের আইনে বড় পরিবর্তন আনল কেরালা হাইকোর্ট। ভারতে বিবাহ বিচ্ছেদ আইনের ১০এ খারিজ করার সিদ্ধান্ত নেয় কেরালা হাইকোর্ট (Kerala High Court)। শুক্রবার কেরালা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিবাহ বিচ্ছেদ আইন ১৮৬৯ এর ধারা ১০এ কে অসাংবিধানিক বলে রায় দেয়। আগে পারস্পরিক বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এক বছরের জন্যে অপেক্ষা করার সময় ধার্য করা ছিল।
শুক্রবার সেই আইনে পরিবর্তন এনে ডিভিশন বেঞ্চের বিচারপতি এ. মুহম্মদ মুস্তক এবং শোবা আন্নাম্মা ইপেন জানিয়েছেন, স্বামী-স্ত্রীর ক্ষেত্রে এই বাধ্যতামূলক ওয়েটিং পিরিয়ড তাদের স্বাধীনতার অধিকারে বিঘ্ন ঘটায়। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, নাগরিকদের অধিকারে প্রভাব পড়ার জেরেই এই আইনের ধারাকে খারিজ করা হচ্ছে। পরস্পরের সম্মতিতেই যখন স্বামী-স্ত্রী বিচ্ছেদের (Mutual Divorce) পথে যাচ্ছেন তখন আইন মেনে একবছর অপেক্ষা করে তারপর বিচ্ছেদের জন্যে আবেদন করা যাবে, এই আইন দুটো মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করছে বলেই মনে করেছে কেরালা হাইকোর্ট।
কয়েকদিন আগেই দুজন খ্রিষ্টান যুবক যুবতী বিয়ে করেন এবং বিয়ের কয়েক দিনের মধ্যেই তারা অনুভব করেন বিয়ে করে তারা ভুল করেছেন। যথারীতি পারস্পরিক বিচ্ছেদের জন্যে আদালতের দারস্ত হন। কিন্তু ১০এ ধারা অনুযায়ী আদালত তাদের এক বছর আলাদা থেকে তারপর বিচ্ছেদের জন্যে আবেদন করা যাবে বলে জানায়। এরপরে ১০এ ধারাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করার দাবী জানিয়ে হাইকোর্টে আপিল করেন তারা। এরপরেই শুক্রবার কেরালা হাইকোর্ট ১০এ ধারাকে খারিক করার নির্দেশ দেয়।