কলকাতাঃ বাংলায় মিলল 'সোনার খনি'-এর সন্ধান। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কাছে মিলতে পারে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল ভান্ডারের হদিশ। এই সম্ভাবনাকে মাথাইয় রেখে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের সন্ধানে খননের কাজে হাত লাগিয়েছে ওএনজিসি। পরীক্ষামূলুকভাবে এই খননকাজ শুরু করা হয়েছে। আনা হয়েছে বড় বড় মেশিন। জানা গিয়েছে, বারুইপুরের গমপুর পঞ্চায়েতের ২০০ কলোনী এলাকায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। ১০০ একর জমিতে শুরু হয়েছে কাজ। তিন বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের থেকে জমি নেওয়া হয়েছে। বিঘা প্রতি ২ লক্ষ টাকা করে পাচ্ছেন কৃষকরা।
বাংলায় মিলল সোনার খনির হদিশ, কাজে হাত লাগাল ওএনজিসি
এই প্রকল্প সম্পন্ন হলে ওই এলাকায় প্রচুর কর্মসংন্থান হবে বলে অনুমান। তবে শুধু দক্ষিণ চব্বিশ পরগণাই নয়,এই প্রকল্প তৈরি হলে গোটা রাজ্যের মানুষ লাভবান হবে। এই বিষয়ে ওএনজিসি’র এক আধিকারিক জানিয়েছেন, ভৌগোলিক পরীক্ষায় মেলা গঠন অনুসারে বারুইপুরের ভুগর্ভে তেল ও প্রাকৃতিক গ্যাসের একটি বড় ভাণ্ডার লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, অন্যদিকে আগামী বছরের মার্চ–এপ্রিলে উত্তর ২৪ পরগনার অশোকনগরে পাওয়া অপরিশোধিত তেল ও গ্যাসের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে ওএনজিসি।
বাংলায় মিলল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল ভান্ডারের হদিশ, শুরু খননকাজ
বারুইপুরের মাটির তলায় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার।
দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের ভুগর্ভে সঞ্চিত রয়েছে বিপুল পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। এই সম্ভাবনাকে মাথায় রেখে পরীক্ষামূলকভাবে খনন কাজ শুরু করতে চলেছে ওএনজিসি। ইতিমধ্যেই ওই জায়গায় খনন করার বৃহৎ মেশিন… pic.twitter.com/Kb8MUvZF35
— The West Bengal Index (@TheBengalIndex) May 28, 2025