![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/09/77-380x214.jpg)
নয়া দিল্লি, ২৪ সেপ্টেম্বরঃ আজ রবিবার, ২৪ সেপ্টেম্বর ভারতে আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) শুভ উদ্বোধন হতে চলেছে। ১১টি রাজ্য নতুন করে বন্দে ভারত পেতে চলেছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্নাটক, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৯টি ট্রেনের উদ্বোধন করেন। ২৫টি নতুন এবং উন্নত বৈশিষ্ট্য সহ এই ৯টি বন্দে ভারত কোন কোন রুটে ছুটবে, জানুন...
- উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস
- তিরুনেলবেলী-মাদুরাই-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস
- বিজয়ওয়াড়া-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস
- পাটনা-হওরা বন্দে ভারত এক্সপ্রেস
- কাসরগোড-তিরুবনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস
- রৌরকেল্লা-ভুবনেশ্বর-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
- রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
- জামনগর-আহমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস