Air India Flight (Photo Credit: File Photo)

দিল্লি, ৯ এপ্রিল: মাঝ আকাশে বিপত্তি। এবার দিল্লি-ব্যাঙ্কক (Delhi) বিমানে সহযাত্রীর উপর প্রস্রাব করলেন এক ভারতীয়। বুধবার বিকেলে এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। দিল্লি-ব্যাঙ্কক (Bangkok)  এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India Flight) ওই ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়। তবে কী কারণে ওই ঘটনা ঘটে বা ঘটনার প্রেক্ষিত কী ছিল, সে বিষয়ে কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া।

রিপোর্টে প্রকাশ, দিল্লি-ব্যাঙ্কক এয়ার ইন্ডিয়ার বিমানে এক যাত্রী মত্ত অবস্থায় কুকীর্তি করেন। মদ্যপ অবস্থায় এক ভারতীয় যাত্রী (Indian Passenger) নিজের পাশে বসা এক কোম্পানির ডিরেক্টর পদমর্যাদার ব্যক্তির গায়ে মূত্রত্যাগ (Urinates) করেন।

আরও পড়ুন: Air India Pee-Gate: বিমানে মহিলার গায়ে মূত্রত্যাগ, এয়ার ইন্ডিয়াকে বিপুল জরিমানা DGCA-র, চাঞ্চল্যকর সিদ্ধান্ত

যে ব্যক্তির গায়ে মূত্রত্যাগ করা হয়, তাঁর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন বিমান কর্মীরা। সেই সঙ্গে মদ্যপ যাত্রীর এহেন আচরণের প্রতি নজর দিয়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানায় এয়ার ইন্ডিয়া।

বিষয়টি নিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে মুখ খোলা হয়। এয়ার ইন্ডিয়া যাতে ওই মদ্যপ যাত্রীর উপর নজর রাখে এবং পদক্ষেপ করে, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়। যার প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া জানায়, বিমান কর্মীরা উপযুক্ত পদক্ষেপ করছেন।

প্রসঙ্গত শেষ ২ বছরে বিমানে মত্ত ব্যক্তির অসংলগ্ন আচরণ এবং মূত্রত্যাগের বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসে। ২০২৩ সালে আমেরিকান এয়ারলাইন্সের তরফে আর্য ভোরা নামে এক ভারতীয় পড়ুয়াকে নিষিদ্ধ করা হয়। মদ্যপ আর্য ভোরা সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছিলেন। সেই অভিযোগেই আর্য ভোরা নামে ওই ভারতীয় পড়ুয়াকে আমেরিকান এয়ারলাইন্সের তরফে নিষিদ্ধ করা হয় বলে খবর।

এরপর ২০২৪ সালে আরও একটি এমন ঘটনা ঘটে। যেখানে এক যাত্রী মত্ত অবস্থায় মহিলা সহযাত্রীর গায়ে মতত্রত্যাগ করেন।