দিল্লি, ২০ জানুয়ারি: এয়ার ইন্ডিয়ায় (Air India) মহিলা সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের ঘটনায় এবার বড় সিদ্ধান্ত নিল DGCA। গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে শঙ্কর মিশ্র নামে এক যাত্রীর বিরুদ্ধে মহিলার গায়ে প্রস্রাবের অভিযোগ ওঠে। এমনকী এয়ার ইন্ডিয়ার ওই বিমানে সংশ্লিষ্ট যাত্রী যখন মহিলার গায়ে মূত্রত্যাগ করেন, তাঁর বিরুদ্ধে উড়ানের কর্মীরা কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ। এমনকী দিল্লিতে নামার পর ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যা নিয়ে তোলপাড় শুরু হলে এবার নয়া সিদ্ধান্ত DGCA-এর।
গত ২৬ নভেম্বরের ঘটনায় এয়ার ইন্ডিয়াকে ৩০ জরিমানা দিতে হবে বলে জানানো হয়। সেই সঙ্গে ওই বিমানে যে সহকারী চালক ছিলেন, তাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয় ৩ মাসের জন্য। নিজের কর্তব্য সঠিকভাবে পালন না করার অভিযোগেই ওই বিমানের সহকারী চালকের লাইসেন্স ৩ মাসের জন্য সাসপেন্ড করে কেন্দ্র। পাশাপাশি এয়ার ইন্ডিয়ার ডিরেক্টরকে ৩ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলেও জানানো হয় কেন্দ্রের তরফে।
আরও পড়ুন: Air India Pee-Gate: বিমানে মহিলার গায়ে মূত্রত্যাগ, অভিযুক্ত শঙ্কর মিশ্রকে 'নিষিদ্ধ এয়ার ইন্ডিয়ার
এদিকে বিমানে মূত্রত্যাগের ঘটনায় আগামী ৪ মাসের জন্য অভিযুক্ত যাত্রীকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয় এয়ার ইন্ডিয়ার তরফে।