Indian Army In Jammu And Kashmir (Photo Credit: ANI/Twitter)

ফের উপত্যকায় শুরু হল গুলির লড়াই। উধমপুর (Udhampur) জেলায় জঙ্গিদের খোঁজ পাওয়া যেতেই শুরু হয় এনকাউন্টার অভিযান। যদিও এই অভিযানে এখনও হতাহতের কোনও খবর আসেনি। তবে জানা যাচ্ছে. দুই-তিনজন জঙ্গিকে আটক করা হয়েছে। তবে এই নিয়ে জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এখনও নির্দিষ্টভাবে কিছুই বলা হয়নি। এদিকে এই এনকাউন্টার অভিযানের কারণে স্থানীয় বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। সবমিলিয়ে বুধবার সকাল থেকে জঙ্গি নিকেশ অভিযানে ফের উত্তপ্ত হয়েছে জম্মু-কাশ্মীর।

সেনা ও জঙ্গির গুলির লড়াই

জানা যাচ্ছে, এদিন সকালে গোপনসূত্রে জম্মু-কাশ্মীর পুলিশ খবর পায় যে রামনগরের (Ramnagar) মারতা গ্রামে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয়ের যুবক গা ঢাকা দিয়েছে। খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করেন পুলিশের সশস্ত্র বাহিনী। মাত্রা গ্রামে অভিযান চালানোর সময় তাঁদের ওপর গুলি চালায় জঙ্গিরা। পাল্টা হামলা করে পুলিশও। যদিও এই হামলায় কোনও জঙ্গি খতম হয়েছে কিনা সেটা নিশ্চিত করে এখনও বলা যাচ্ছে না। তবে বাহিনীর সদস্যরা সুরক্ষিত রয়েছেন বলেই জানা যাচ্ছে।

উত্তপ্ত জম্মু-কাশ্মীর

মাসখানেক আগেই কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনা ও জঙ্গির প্রবল গুলির লড়াই চলে। আর তাতে যেমন বেশ কয়েকজন জঙ্গি খতম হয়েছিল। অন্যদিকে আবার শহিদও হন বেশ কয়েকজন জওয়ান। সবমিলিয়ে আবারও উত্তপ্ত হচ্ছে জম্মু-কাশ্মীর