PAK W vs IRE W (Photo Credit: Pakistan Cricket/ X)

Pakistan Women National Cricket Team vs Ireland Women National Cricket Team: পাকিস্তান মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম আয়ারল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ (ICC Womens World Cup Qualifier 2025)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ৯ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৮ রানে হারিয়েছে পাকিস্তান। টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়ে ৪৯ ওভারে মাত্র ২১৭ রানে অলআউট করে দেয় আয়ারল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস (Gaby Lewis) এবং অ্যামি হান্টার (Amy Hunter) দুজনেই ৪৪ রান করলেও বাকিরা কেউ কিছু করতে পারেনি। অবশেষে ৪৪ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় তারা। পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নেন ডায়ানা বেগ (Diana Baig)। তবে বিপদজনক দুজন আইরিশকেই আউট করেন নাশরা সান্ধু (Nashra Sandhu)। PAK W vs IRE W Live Scorecard: আলিয়া রিয়াজ, সিদ্রা আমিনের হাফসেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টার্গেট ২১৮

পাকিস্তান মহিলা বনাম আয়ারল্যান্ড মহিলা, বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ স্কোরকার্ড

এর আগে প্রথমে ব্যাট করে পাকিস্তানের শুরুটা ভালো না হলেও দলের ইনিংস দাঁড় করাতে বড় ভূমিকা রাখেন তারকা ব্যাটসম্যান সিদ্রা আমিন (Sidra Amin)। তিনি টিকে থেকে ১১২ বলে খেলে ৫১ রান করেন। এছাড়া আলিয়া রিয়াজ (Aliya Riaz) দ্রুত খেলে ৫৮ বলে ৫২ রান করেন। তার ইনিংসে ছিল ৪টে চার এবং ১টি ছক্কা। আয়ারল্যান্ডের হয়ে জেন ম্যাগুয়ার (Jane Maguire) তিন উইকেট নেন। তার বোলিংয়ের সুবাদে ৪৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে পাকিস্তান এবং আয়ারল্যান্ড রয়েছে চার নম্বরে। পাকিস্তানের আগামী ম্যাচ ১১ ফেব্রুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে। সেদিনই আয়ারল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।