দিল্লি, ৯ এপ্রিল: তরণ চলে যাওয়ার পর থেকে চটোরি রজনী (Chatori Rajani) অর্থাৎ রজনী জৈনকে আর সেভাবে দেখা যায়নি ফেসবুক লাইভে। 'আজ মেরে হাসব্যান্ড কি লাঞ্চ বক্স মে ক্যা হ্যায়' বলা হাসিখুশি রজনী (Rajani Jain) যেন পালটে গিয়েছেন এই এক দেড় মাসের ব্যবধানে। একমাত্র ছেলে তরণকে হারিয়ে রজনী এবং সঙ্গীত জৈন যখন শোকে মূহ্যমান, শীর্ণকায় সেই সময় জনপ্রিয় ফুড ভ্লগারের পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। রজনীকে মনের জোর জুগিয়েছেন। আার কেউ কেউ কেঁদেছেন রজনীর সঙ্গে। বহু মায়ের চোখের জল পড়েছে তরণের জন্য। রজনীর সঙ্গেই কেঁদেছেন বহু মানুষ।
ছেলের মৃত্যুর পর রজনী জৈন স্বামীর সঙ্গে ক্যামেরার সামনে এলেন। তরণ চলে যাওয়ার পর ১২ দিন তাঁরা অনেক কিছু প্রত্যক্ষ করেছেন। এমনকী তরণকে তখন শেষ শয্যায় শোয়ানো হয়, সেই সময় জ্বলন্ত অগ্নিকুণ্ঠে তিনি 'শিবজিকে' দেখেছিলেন। এমন কথাও বলতে শোনা যায় রজনীকে।
মৃত্যুর পর ১২ দিন যাবৎ আত্মা যখন ধরাধামে থাকে এবং তাঁর প্রিয়জনদের আশপাশে ঘুরে বেড়ায়, সেই সময়কে তাঁরা প্রত্যক্ষ করেছেন বলে জানান চটোরি রজনী। তরণের চলে যাওয়ার পর তাঁরা অনেক কিছু দেখেছেন, বুঝেছেন যা ছেলে তাঁদের কাছে থাকাকালীন বোধগম্য হয়নি। এমন মন্তব্যও করেন রজনী।
তবে তরণ জৈনের মৃত্যুর পর রজনী এবং তাঁর স্বামী যে বিধ্বস্ত, তা চটোরি রজনীর এই ফেসবুক লাইভ থেকেই স্পষ্ট।