নয়াদিল্লিঃ দেশে ফের সাইবার প্রতারণার (Cyber Fraud) ঘটনা। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ৮.১০ লক্ষ টাকা খোয়াল দিল্লির (Delhi) এক পরিবার। ৪৮ ঘণ্টা 'ডিজিটাল অ্যারেস্ট' (Digital Arrest) এর শিকার তরুণী। ইডির পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নয়া দিল্লির নর্থ জেলায়। জানা গিয়েছে, ওই এলাকাতেই নিজের মেয়ে ও বাবার সঙ্গে থাকেন এক তরুণী। গত মার্চ মাসে প্রথম একটি ফোন পান তিনি। সেই ফোন কলে টেলিকম দফতরের আধকারিকের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে ভুয়ো সিম কার্ড ব্যবহার করার অভিযোগ তোলেন।
সাইবার জালিয়াতির শিকার তরুণী
এরপর চলতি এপ্রিলে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। তাতে নিজেকে ইডি অফিসার হিসেবে দাবি করেন প্রতারক। এরপর একটি টাকা-পয়সা কারচুপির কেসে ফাঁসানো হয় ওই মহিলাকে। বলা হয় ' ডিজিটাল অ্যারেস্ট' করা হয়েছে তাঁকে। এরপরই ওই মহিলার ব্যাঙ্কের সমস্ত নথি চেয়ে নেয় প্রতারকেরা। পরে ধাপে ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে ৮.১০ লক্ষ টাক তুলে নেয় প্রতারকরা। সাইবার প্রতারণার শিকার হয়েছেন বুঝে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণ তদন্ত শুরু করে দিল্লি সাইবার ক্রাইম ব্রাঞ্চ। খতিয়ে দেখা হয় সমস্ত কল রেকর্ড। এরপরই এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে চারজনকে গ্রেফতার করে পুলিশ। ওই চার যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফের সাইবার প্রতারণা, প্রতারকদের ফাঁদে পা দিয়ে ৮.১০ লক্ষ খোয়ালেন তরুণী
Delhi Family Loses Rs 8 Lakh To 'Digital Arrest' Scam, 4 Arrested https://t.co/5HjDKL0p0b
— NDTV News feed (@ndtvfeed) April 9, 2025