Digha Jagannath Temple Inauguration (Photo Credit: Facebook)

নয়াদিল্লিঃ আগামী ২৭ জুন রথযাত্রা (Rath Yatra 2025)। আর ঠিক তার আগে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) প্রসাদ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। গত, এপ্রিল মাসে দিঘার এই মন্দির উদ্বোধনের সময়ই একথা ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী। কথা রেখেছেন তিনি, গতকাল অর্থাৎ ৯ জুন জেলায় জেলায় পাঠানো হয়েছে ৩০০ কেজি মহাপ্রসাদ। জেলাশাসকদের উদ্যোগে তা পৌঁছে যাবে বিডিওদের কাছে। এরপর ব্লকের মিষ্টির দোকানগুলিতে পৌঁছে যাবে সেই প্রসাদ। তা থেকে মিষ্টি তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

জেলায় জেলায় পৌঁছল জগন্নাথ মন্দিরের প্রসাদ

সোমবার, দিঘার মন্দিরে ৩০০ কেজি প্রসাদ তৈরি হয়েছে। এরপর তা বাক্সে ভরে জেলায় জেলায় পাঠানো হয়েছে। এক একটি বাক্সে ১০ কেজি করে খোয়া অর্থাৎ প্রসাদ রয়েছে। এই খোয়া দিয়েই তৈরি হবে গজা ও পেঁড়া। আগামী ১৭ জুন থেকে এই প্রসাদ বিতরণ শুরু হবে। ইতিমধ্যেই তার জন্য প্যাকেট বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এই প্যাকেটে থাকছে দিঘার মন্দিরের ছবি। জানা গিয়েছে, খাদ্য দফতরের প্রকল্প 'দুয়ারে রেশন'-এর মাধ্যমে মহাপ্রসদ পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে।

বাংলার সকল মানুষের জন্য দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ পাঠালেন মুখ্যমন্ত্রী, কীভাবে মিলবে এই মহা প্রসাদ?