পুরাতন আগরতলার চতুর্দশ দেবতাবাড়িতে গত ৭জুলাই থেকে শুরু হয়েছে ৭ দিনের খার্চি পূজা। চতুর্দশ দেবতা ত্রিপুরা রাজাদের কুলদেবতা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লঅষ্টমী তিথিতেএই পুজো শুরু হয়। ওই দিন ভোরে ১৪টি দেবতাকে হাওড়া নদীতে স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়। চতুর্দশ দেবতার কোন অবয়ব নেই। শুধুমাত্র তাঁদের মুখ পুজো করা হয়। তাঁরা হলেন— হর বা শিব প্রধান দেবতা, উমা বা দুর্গা, হরি, লক্ষ্মী, সরস্বতী, কুমার বা কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব, হিমাদ্রি। পুজোর পুরোহিতকে চন্তাই বলা হয়। চন্তাইকে রাজার প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। ১৯৪৯ সাল থেকে চুক্তি অনুযায়ী পুজো খরচ সরকার বহন করে। ত্রিপুরার বিভিন্ন অঞ্চল থেকে উপজাতি মানুষ পুজোয় ভিড় জমান।
ত্রিপুরার ঐতিহ্যবাহী পুজো উপলক্ষ্যে সকলের জন্য রইল শুভেচ্ছা বার্তা-