তিরুবন্তপুরম, ২১ জুলাইঃ প্রায় আড়াই মাস ধরে উত্তপ্ত মণিপুর (Manipur Violence)। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের বিভেদের জেরে প্রাণ হারিয়েছেন কয়েক শো নিরীহ রাজ্যবাসী। রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতির জেরে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন বহু মানুষ। এমনই এক পরিবার এসে আশ্রয় নিয়েছে করলের রাজধানী তিরুবন্তপুরমে। অশান্ত মণিপুর ছেড়ে কেরলের (Kerala) স্কুলে শান্তির শিক্ষা শুরু করল হৈনেইজেম ভাইফেই বা জে জেম।
মণিপুরের অশান্তির চোটে বাড়ি পুড়িয়ে দেওয়া হয় জে জেমদের। এরপরেই তাঁর গোটা পরিবার গ্রাম ছেড়ে তিরুবন্তপুরমে এসে আশ্রয় নেন। নতুন শহরে এসে মেয়েকে স্কুলে ভর্তি করার কথা পরিকল্পনা করে পরিবার। কিন্তু ঘরবাড়ি পুড়ে যাওয়ায় কোন নথিই তো সঙ্গে আনতে পারেনি তাঁরা। তবে তিরুবন্তপুরমের সরকারি স্কুলে ভর্তি হতে বিশেষ বেগ পেতে হল না ওই মনিপুরি ছাত্রীকে। তাঁর পরিস্থিতি বিবেচনা করে করলের পাবলিক এডুকেশন ডিপার্টমেন্ট তাঁকে তিরুবন্তপুরমের থাইকড মডেল গভর্নমেন্ট এলপি স্কুলের তৃতীয় শ্রেণিতে ভর্তির অনুমতি দেয়।
কেরল শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি (Kerala Education Minister V Sivankutty) বৃহস্পতিবার জে জেমের সঙ্গে স্কুলে সাক্ষাৎ করতে যান। তিনি জানিয়েছেন, সরকার জে জেমের শিক্ষায় সম্পূর্ণ সহায়তা করবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, জে জেম কেরলের দত্তক কন্যা। মণিপুরের বর্তমান পরিস্থিতি খুবই দুঃখজনক। কিন্তু কেরলে শান্তিতে বসবাস ও পড়াশোনা করার জন্য একটি সামাজিক পরিবেশ রয়েছে তাঁর জন্যে। ওই ছাত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
Met Hoynejem Vaipei, the Manipuri student who has gained admission at Thiruvananthapuram Thycaud Govt LPS. Dear Jem Jem, Kerala is a peaceful place where you can live & study in peace. We promise to provide you with all possible assistance to continue your studies here. #Manipur pic.twitter.com/gXEvdEF7eR
— V. Sivankutty (@VSivankuttyCPIM) July 20, 2023
এদিন স্কুলে জে জেম এবং অন্যান্য পড়ুয়াদের সঙ্গে একটি ছবি শেয়ার করেন শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি। ছবিতে দেখা যাচ্ছে, ক্লাসের বাকি পড়ুয়াদের সঙ্গে হাত মিলিয়ে জে জেমের পরিচয় করাছেন তিনি।