Rape Representational Image Photo Credit: File Image

নয়াদিল্লিঃ তামিলনাড়ুতে(Tamil Nadu) হাড় হিম করা ঘটনা। ‘মোক্ষলাভ’-এর টোপ দিয়ে ফরাসি মহিলাকে ধর্ষণের(Rape) অভিযোগ। গ্রেফতার ট্যুর গাইড। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu)তিরুবন্নমালাই জেলায়(Tiruvannamalai District)। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই ট্যুর গাইডকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গত জানুয়ারিতে ফ্রান্স থেকে ভারত ভ্রমণে আসেন ৪৬ বছর বয়সী এক ফরাসি মহিলা। ভারতে এসে তিরুবন্নমালাই জেলার একটি বেসরকারি আশ্রমে ওঠেন। সেখানেই এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর।

তামিলনাড়ুতে ধর্ষণের শিকার ফরাসি মহিলা

মহিলার অভিযোগ, পেশায় ট্যুর গাইড ওই ব্যক্তি বিভিন্নভাবে তাঁকে মোক্ষলাভের প্রলোভন দেখান। সেই মতো মোক্ষলাভের জন্য ওই মহিলাসহ আরও কয়েকজনকে ২৬৬৮ ফুট উঁচু একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়। পাহাড়ের চূড়ায় ধ্যানের জন্য তাঁদের একই গুহার ভিতরে প্রবেশ করানো হয়। অভিযোগ, সেই গুহার ভিতরেই মহিলাকে ধর্ষণ করে ওই ট্যুর গাইড। এরপর তাঁকে সেখানে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। অন্যদিকে বর্তমানে তিরুবন্নমালাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ফরাসি মহিলা। প্রসঙ্গত, চলতি মাসেই দিল্লির হোটেলে ধর্ষণের শিকার হন ব্রিটিশ মহিলা। হোটেলের ঘরে সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া বন্ধুর যৌন লালসার শিকার হন ওই মহিলা। এই ঘটনাতে দু'জনকে গ্রেফতার করে পুলিশ।

‘মোক্ষলাভ’-এর টোপ দিয়ে ফরাসি মহিলাকে ধর্ষণ, গ্রেফতার ট্যুর গাইড