হায়দরাবাদ, ১৮ অক্টোবর: ২০ লাখ টাকায় হায়দরাবাদ (Hyderabad Zoo) চিড়িয়াখানার ২৭টি প্রাণীকে দত্তক নিল শহরের গ্ল্যান্ড ফার্মা নামের এক সংস্থা। এই দত্তক নেওয়া পশুদের তালিকায় রয়েছে বাঘ, জিরাফ, সিংহ, হিপ্পোপটেমাস, চিতা ও হরিণ। শুধু পশুই নয় সংস্থার তরফে বেশ কয়েক প্রজাতির পাখিও দত্তক নেওয়া হয়েছে। অস্ট্রিক, ফ্লেমিংগো, হর্নবিল, শকুন ইত্যাদি। হায়দরাবাদের নেহরু জুলজিক্যাল পার্কের ডেপুটি কিউরেটর এ নাগামানির সঙ্গে সাক্ষাৎ করে চিড়িয়াখানা পরিদর্শনে যান গ্ল্যান্ড ফার্মার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি টিম। এই প্রসঙ্গে নাগামানি বলেন, “মহামারী কোভিডের কারণে যদিও চলতি বছরের মার্চ থেকে গত ৫ অক্টোবর পর্যন্ত চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছিল।” আরও পড়ুন-Viral: নয়ডার আকাশে এলিয়েন? আয়রন ম্যান আকৃতির বেলুনকে ঘিরে ছড়ালো আতঙ্ক
এতদিন টানা বন্ধ থাকার কারণে চিড়িয়াখানার রাজস্বের পরিমাণ অনেকটাই কমেছে। তবে এই লকডাউনের মধ্যেও চিড়িয়াখানার কর্মীরা নিয়মিত পশুপাখিদের দেখাশোনা সংক্রান্ত তাঁদের যা দায় দায়িত্ব তা পালন করে গিয়েছেন। সেকারণেই পশুপাখির স্বাস্থ্য ও খাবার দাবার সবই ঠিকঠাকভাবে নিয়মানুবর্তিতায় মানা সম্ভব হয়েছে। এই যে গ্ল্যান্ড ফার্মা নামের ওষুধ সংস্থাটি চিড়িয়াখানার ২৭টি পশুর দায়িত্ব নিয়েছে তাতে বেশ কানিকটা সুরাহা হবে বলে মনে করছেন এ নাগামানি। একারণে ওই অষুধ সংস্থাকে ধন্যবাদ দিতে তিনি ভোলেননি। এই অনুদান যে চিড়িয়াখানা ও তার পশুপাখিদের রক্ষণাবেক্ষণে দারুণ সহায়ক হবে তাতে কোনও সন্দেহ নেই। প্রাণী সংরক্ষণের অংশ হতে সাধারণ মানুষ যাতে এভাবেই এগিয়ে এসে পশুপাখিদের দত্তক নেয়, এই মর্মে তিনি আবেদনও রেখেছেন।