Viral: নয়ডার আকাশে এলিয়েন? আয়রন ম্যান আকৃতির বেলুনকে ঘিরে ছড়ালো আতঙ্ক
আয়রন ম্যান বেলুনকে ঘিরে আতঙ্ক (Photo Credits: Twitter)

নয়ডা, ১৮ অক্টোবর: এমনিতেই করোনাভাইরাস মহামারীর জেরে জনমানসে আতঙ্কের শেষ নেই। তার উপরে বিষ ফোঁড়ার মতো এলিয়েন আতঙ্ক ভর করল উত্তর প্রদেশে। শনিবার সাত সকালে গ্রেটার নয়ডার ডানকাউর শহরের আকাশ থেকে উড়তে উড়তে নামছে ফিকশনাল কমিক ক্যারেক্টার আয়রন ম্যানের (Iron Man Balloon) আকৃতির একটি বেলুন। গ্যাসভর্তি বেলুনটিকে দেখে তাই রোবট মনে হচ্ছিল। শেষমেশ ভাট্টা পারসাউল গ্রামের ক্যানাল পাড়ে বেলুনটি পড়লে সেখানে ভিড় জমে যায়। কৌতূহলীদের একাংশ দাবি করতে থাকে, এই বেলুন আসলে এলিয়েন। এই প্রসঙ্গে ডানকাউরের পুলিশকর্তা অনিল কুমার পাণ্ডে বলেছেন, “এটি হাওয়া ভর্তি একটি বেলুন। আকাশে উড়তে উড়তে ক্যানাল পাড়ের ঝোঁপঝারে পড়ে আটকে যায়। বেলুনের একাংশ ক্যানালের জল স্পর্শ করতেই তা সামান্য কেঁপে ওঠে। এই অভাবনীয় ঘটনায় প্রত্যক্ষদর্শীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।” আরও পড়ুন-Cornavirus Cases In India: ৬১ হাজার ৮৭১ জন নতুন আক্রান্তকে নিয়ে ভারতে করোনার পরিসংখ্যান ৭৫ লাখ ছুঁই ছুঁই

বেলুনের এমন কিম্ভূতকিমাকার আকৃতিতেই স্থানীয়রা বেশ চমকেছে। মিস্টার পাণ্ডে আরও বলেন, রং, নকশা আকৃতি সবমিলিয়েই বেলুনটি আয়রন ম্যানের মতো দেখতে। এমন অস্বাভাবিক দৃশ্য দেখে কেউ কেউ তো এলিয়েনের কথাও ভেবে ফেলেছিলেন। অথবা তেমন কিছু যা আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট ছিল। মূলত বেলুনের ভিতরকার গ্যাস কমে য়াওয়াতেই সেটি ক্যানাল লাগোয়া ঝোঁপঝারে পড়েছে। সেসময় স্থানীয়দের অনেকেই ক্যানালের জলে মাছ ধরছিলেন তাই বিষয়টি নিয়ে এমন হইচই পড়ে গিয়েছে। তবে বেলুনের মধ্যে ক্ষতিকারক কিছু ছিল না। কিন্তু কে বেলুনটি গ্যাসভরে উড়িয়েছে তা এখনও জানা যায়নি।