আলিগড়, ১৬ জানুয়ারিঃ ঢাক-ঢোল পিটিয়ে, মালা বদল করে, সাতপাক ঘুরে বিয়ে হল উত্তর প্রদেশের দুই কুকুরের। ভারতীয়দের বিয়ের অনুষ্ঠানের কোন রীতিনীতিই বাদ যায়নি জেলি এবং টমির বিয়েতে। উত্তরপ্রদেশের দুই প্রতিবেশী গ্রামের দুই কুকুরের বিয়েতে আমন্ত্রিত ছিলেন বহু অতিথিও। অতিথিদের সমাগমে একেবারে হৈ হৈ করে সম্পন্ন হল জেলি এবং টমির বিয়তের অনুষ্ঠান। সংক্রান্তিতে ঘুড়ির সুতো গলায় পেঁচিয়ে মৃত্যু বালকের
দুই কুকুরের বিয়েঃ
Meanwhile
Tommy and Jaily got hitched in UP's Aligarh. pic.twitter.com/E5YbFlRS77
— Piyush Rai (@Benarasiyaa) January 15, 2023
১৪ জানুয়ারি মকর সংক্রান্তির শুভলগ্নে আয়োজন করা হয়েছিল দুই পোষ্যের বিয়ের অনুষ্ঠান। পাশের পাড়া থেকে বরযাত্রী নিয়ে ঢাক-ঢোল পিঠিয়ে বিয়ে করতে আসে টমি। বর এবং বরযাত্রীর কপালে তিলক পরিয়ে স্বাগত জানায় কনেপক্ষ। এরপর বসে জেলি এবং টমির বিয়ের আসর। মালাবদল, সাতপাক সেরে বিয়ে সম্পন্ন হয় নবদম্পতি পোষ্যের। বিয়ের পর নবদম্পতিকে পরিবেশন করা হয় দেশি ঘি দিয়ে তৈরি সুস্বাদু সব খাবার। বিয়ে উপলক্ষ্যে বরযাত্রী এবং কনেপক্ষের সে কি নাচ। ঢোলের বাজনার তালে কোমর দোলাচ্ছেন উপস্থিত অতিথিরাও। ষাঁড়ে-মানুষের দেদার লড়াই, জাল্লিকাট্টুতে জখম ১৯
উত্তরপ্রদেশে দুই কুকুরের বিয়েঃ
#WATCH | A male dog, Tommy and a female dog, Jaily were married off to each other in UP's Aligarh yesterday; attendees danced to the beats of dhol pic.twitter.com/9NXFkzrgpY
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 15, 2023
টমির মালিক দীনেশ চৌধুরী জানান, ‘মকর সংক্রান্তির দিন আমরা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। দেশি ঘি দিয়ে তৈরি খাবার পথ কুকুরদের জন্যেও ব্যবস্থা করা হয়েছিল। ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা খরচ হয়েছে বিয়েতে।